Site icon Trickbd.com

এবার খুব সহযেই আপনার ফোনের জন্য CWM / TWRP বানিয়ে নিন [ Screenshort+video]

আসসালামুয়ালাইকুম.
আজকে আমি দেখাবো কিভাবে যে কোন এনড্র‍্যয়েড
মোবাইল এর জন্য CWM / TWRP রিকভারি মোড বানাতে হয়।

দরকারি ফাইল সমুহ :
১। Android Image Kitchen : Download Link

২। Stock Recovery
স্টক রিকভারি আপনি Flashify apk দিয়ে ব্যাকাপ করে নিবেন অথবা স্টক রম থেকে নিবেন.
৩। CWM/TWRP Recovery

সেইম চিপসেট থেকে কাস্টম রিকভারি নিবেন। মনে করুন আপনার চিপসেট MT6582, তাইলে আপনি এই চিপসেট এর একটা কাস্টম রিকভারি গুগল থেকে ডাউনলোড দিয়ে নিবেন.

এবার কাজের ধারা

১। প্রথমে Stock Recovery Unpack করুন.
Unpack করতে আপনার Stock Reovery টি unpackimg ফাইল এর মধ্যে টেনে নিন। তাইলে আনপ্যাক শুরু হবে।

২। আনপ্যাক শেষ হলে ramdisk and spilt_img নামের দুইটা ফোল্ডার পাবেন।
spilt_img ফোল্ডার টি কপি করে অন্য কোথাও নিন। এবার unpack করা spilt_img and Ramdisk ডিলিট দিন।

৩। এবার কাস্টম রিকভারি আনপ্যাক করুন। spilt_img ফোল্ডার টি ডিলিট দিয়ে আগের spilt_img টি পেস্ট করেন।

৪। এবার repackimg এ ডাবল ক্লিক করুন। তাইলেই আপনি একটু নতুন রিকভারি ইমেইজ পাবেন। সেটাই আপনার কাস্টম রিকভারি।

আশা করি সবাই বুঝতে পেরেছেন। না বুঝে থাকলে কমেন্ট করুন।
যারা একদম এই বুঝতেপারেন নাই তাদের জন্য রয়েছে ভিডিও টিউটোরিয়াল: Watch Here

এনড্রয়েড এর যে কোন হেল্প এর জন্য আমাদের গ্রুপে জয়েন হোন : SU Droid Tech