Site icon Trickbd.com

[Root][Repost]ফোনে চার্জিং সমস্যা+এক চার্জে পুরো দিনরাত পার করুন[না দেখলে আমার কি] -By Shahin

Unnamed

হাই,আমি

শাহিনুর ইসলাম শাহিন


আজকে পোষ্ট একটা রিপোষ্ট।যা এর আগে আমি নিজেই টিকবিডিতে করেছিলাম।এই পোষ্টের মাধ্যমে আমি টিউনার হয়ছিলাম। এই ট্রিক্সের মাধ্যমে আপনি দুটি সুবিধা ভোগ করতে পারবেন।আমার ফোনে কাল ৩% চার্জ দেখে
ঘুমাইছিলাম,সকালে ওঠে দেখি ৩% চার্জই আছে।এটা jelly bean+kitkat এ ১০০% কাজ করবে।তার উপরের ভারশনের কাজ করবে কিনা তা আমি টেষ্ট করে দেখেনি।আপনারা টেষ্ট করে কমেন্ট এ জানান।
আর এর একটা পার্শপ্রতিকিয়া তা হল ফোনটা একটু স্ল কাজ করবে।

Charging Problem


যাদের চার্জিং সমস্যা।অনেকে আছে যাদের ফোনে ১ ঘন্টায় ও ১ % চার্জ হয় না।তাদের মধ্য আমিও একজন।এই সমস্যা বিরাট আকার ধারন করে,যখন ফোন সটডাউন হয় তখন।এই ট্রিক্সের মাধ্যমে আপনি এ সমস্যা থেকে মুক্তিপাবেন।চার্জ এতই তাড়াতাড়ি হবে, যা আপনার কল্পনার বাহিরে।Shahinur

Battey Low Problem


আমরা ১০০% এর ৯৯ % এন্ডুয়েড ব্যাবহারকারীরাই এ সমস্যাই পড়েন।মোবাইলে বেশিক্ষণ চার্জ থাকেন না।ব্যাটারি change করে কোন সুফল পাওয়া যায় না।মোবাইলে ১০০% চার্জ দিলে ও অটোমেটিক চার্জ কমতে শুরু করে, মোবাইল ব্যবহার না করা শর্তে ও।
যাইহোক আমার মনে হয় আমি বুঝাতে চাইছি,তা আপনারা বুঝতে পারছেন।Shahinur

Now Problem Fixed


প্রথমে নিচে থেকে apk টা ডাইনলোড করে আপনার ফোনে ইনিস্টল করেন।রুট পারমিশন দিন।
Download Apk
নিচের মত সেটিং করে নিন:-
Max: 384 MHz
Min: 384 MHz
Scaling: Powersave
Set on boot: ✅ ️
Now click to Apply

এই পোষ্টের সম্পূর্ন ক্রেডিট আমি শাহিন।

এই পোষ্ট অন্য কোথাও পাবেন না।এমনকি আপনার গুগল মামার কাছে ও পাবেন না।তাই কপি করবেন না।কপি করলে অবশ্যই ত্রেডিট দিবেন।