শুভ সকাল সবাইকে আশা করি সবাই ভাল আছেন আপনাদের দোয়াই আমিও ভাল আছি।
আজকে আমার পোস্টের বিষয় হল কিভাবে আপনার মোবাইলে Google এর বানানো Pixel Boot Animation চালাবেন কোন প্রকার ঝামেলা ছাড়াই।
বুট এনিমেশন কি?
মোবাইল চালু করার সমই প্রথম যে লগো টা আসে সেটা হচ্ছে বুট লগো,তারপরে বিডিও আকারে যেটা আসে সেটা হচ্ছে বুট এনিমেশন।
এই এনিমেশন গুলি মুলত নেক্সাক্স ডিবাইস গুলতে বেশি ব্যবহিত হই কারন তাদের অফিশিয়াল রমের মধ্যেই দেওয়া থাকে এই এনিমেশন।
যেহেতু আমাদের বাংলাদেশে Walton আর Symphony এর মার্কেট বেশি পেয়েছে।কিন্তু সমস্যা হলো এই ২ টার এনিমেশন গুলি একটাও সুন্দর না।অথবা আপনার কাছে ভাল লাগলেও কয়েকদিন পর আর ভাল লাগবে না।আজকে আমি দেখাবো কিভাবে আপনার মোবাইলে বুট এনিমেশন চেইঞ্জ করবেন।
এই কাজ করতে গেলে অবশ্যই আপনার মোবাইলের স্টক রম টা Backup নিয়ে রাখবেন।মোবাইল যদি কোন প্রকার ক্ষতি হয় তাইলে আমি বা ট্রিকবিডির টিম দায়ী নয়।
যা যা লাগবে এই এনিমেশন ব্যবহার করতে।
1=Custom Recovery Installed Or Rooted Device.
2=Root Explorer.apk
3=Pixel Boot Animation.zip
ফাইল ২ টা নিচ থেকে ডাউনলোড করে নিন।
Root Explorer Link কমেন্ট এ দিলাম
Boot Animation.zip এর লিংক টা কমেন্ট এ দিলাম।
Custom Recovery Installed User>>
উপরে দেওয়া zip ফাইল টা ফ্লাশ করুন।
কাস্টম রিকুবেরি তে যান তারপর Install এ গিয়ে ডাউনলোড করা Zip ফাইল টা ফ্লাশ করুন।
এই এনিমেশন এর আলাদা কোন resolution নাই এটা সব Android এ ই Install করা যাবে।
যাদের মোবাইলে কাস্টম রিকুবেরি নাই তারা নিচের নিয়ম মত কাজ করেন।
Rooted Users
প্রথমে Root Explorer ও Pixel Animation ফাইল ২ টা ডাউনলোড করেন।
তারপর Root Explorer ওপেন করেন।
তারপর Root Explorer ওপেন করে System>media তে যান।BootAnimation.zip টাকে Rename করেন।
BootAnimation.zip.bak বানান।মানে বেকাপ রাখা।
তারপর ডাউনলোড করা bootanimation.zip টা Copy/move করেন।
system>media তে রাখেন।
তারপর Option এ ক্লিক করে Permission এ যান।
বেস কাজ শেষ এবার আপনার ডিবাইস বন্ধ করে চালু করুন আর দেখুন কি মজা।
রিভিউ>>>>
সবাই কে ধন্যবাদ পোস্ট টা পড়ার জন্য।
This Post Credit By Os