প্রথমে আমার সালাম নিবেন আশা করি সবাই ভাল আছেন,আপনাদের দোয়াই আমিও ভাল আছি।
আজকে আমার পোস্টের বিষয় হলো কিভাবে আপনার Android এ আইফোন এর ইমুজি ইন্সটল করবেন।
ইমুজি কি?
আপনার কিবোর্ড এ থাকা ছোট ছোট স্টিকার গুল কেই ঈ ইমুজি বলা হয়।
যেমন:::::
এখন আমাদের কাজ হলো কিভাবে আমরা আইফোন এর ইমুজি ইন্সটল করব।
যা যা লাগবে?
1=Ios9_Emoji.zip
2=FlashFire.[Rooted Users]
3=CWM/TWRP[Custom recovery Users]
ফাইল ২ টা নিচ থেকে ডাউনলোড করে নিন।
IOS9_Emoji.Zip
Flash Fire Pro
Custom Recovery Users Method
আপনার zip ফাইল টা ডাউনলোড করে রিকুবেরি মোড এ গিয়ে zip ফাইল টা ফ্লাশ করুন।
Rooted Users Method
যাদের মোবাইল রুট করা,কিন্তু তাদের মোবাইল এ কাস্টম রিকুবেরি নেই তারা এই নিয়মে কাজ করুন।উপরের ২ টা ফাইল ডাউনলোড করুন।
Flashfire Open করুন।Grant/allow দিন।
+ চিনহ তে ক্লিক করলে নিচের মত আসবে তারপর Flash Zip Or OTA তে ক্লিক করেন।
তারপর আপনার ডাউনলোড করা zip ফাইল টা সিলেক্ট করুন।
তারপর Flash এ ক্লিক করুন।
ফ্লাশ শেষ হলে মোবাইল রিবুট করেন।
আর আইফোন এর ইমুজির মজা নেন।
Review:::
সবাই ভাল থাকুন সুস্থ থাকুন,আল্লাহ হাজেফ।