Site icon Trickbd.com

[Root/twrp/cwm]আইফোন এর Emoji ইন্সটল করুন আপনার Android এ_আইফোন এর Emoji সেন্ড করে বন্ধুদের কে তাক লাগিয়ে দিন_Posted By Os

Unnamed

প্রথমে আমার সালাম নিবেন আশা করি সবাই ভাল আছেন,আপনাদের দোয়াই আমিও ভাল আছি।

আজকে আমার পোস্টের বিষয় হলো কিভাবে আপনার Android এ আইফোন এর ইমুজি ইন্সটল করবেন।

ইমুজি কি?


আপনার কিবোর্ড এ থাকা ছোট ছোট স্টিকার গুল কেই ঈ ইমুজি বলা হয়।
যেমন:::::

এখন আমাদের কাজ হলো কিভাবে আমরা আইফোন এর ইমুজি ইন্সটল করব।

যা যা লাগবে?


1=Ios9_Emoji.zip
2=FlashFire.[Rooted Users]
3=CWM/TWRP[Custom recovery Users]

ফাইল ২ টা নিচ থেকে ডাউনলোড করে নিন।

IOS9_Emoji.Zip


Flash Fire Pro


Custom Recovery Users Method


আপনার zip ফাইল টা ডাউনলোড করে রিকুবেরি মোড এ গিয়ে zip ফাইল টা ফ্লাশ করুন।

Rooted Users Method


যাদের মোবাইল রুট করা,কিন্তু তাদের মোবাইল এ কাস্টম রিকুবেরি নেই তারা এই নিয়মে কাজ করুন।উপরের ২ টা ফাইল ডাউনলোড করুন।
Flashfire Open করুন।Grant/allow দিন।
+ চিনহ তে ক্লিক করলে নিচের মত আসবে তারপর Flash Zip Or OTA তে ক্লিক করেন।

তারপর আপনার ডাউনলোড করা zip ফাইল টা সিলেক্ট করুন।

তারপর Flash এ ক্লিক করুন।

ফ্লাশ শেষ হলে মোবাইল রিবুট করেন।
আর আইফোন এর ইমুজির মজা নেন।
Review:::
বিঃদ্র এই কাজ করার আগে অবশ্যই আপনার ডিবাইস এর ব্যাকআপ রাখবেন,ডিবাইস এর কোন ক্ষতি হলে আমি বা ট্রিকবিডি দায়ী নয়।

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন,আল্লাহ হাজেফ।

This Post Credit by Os


Follow Us On Instagram

Exit mobile version