Site icon Trickbd.com

[RooT-Custom Recovery]ফোন স্লো?নো টেনশন!RawRZ (all in one) tweak আছেনা?

Unnamed

প্রাসঙ্গিক কথাবার্তা==>

আজকে কাস্টম রিকভারি ও রুট ইউজারদের জন্য থাকছে একটি Tweak Script!
সুতরাং,
প্রথমেই এই Tweak সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক।


তথ্য:–


(i)নাম-Rawrz Tweak
(ii)ডেভেলপার টিম-Royal Bengal Droidz (RBD)
(iii)ভার্সন-1.0
(iv)তৈরির তারিখ-31.08.2015
ডেভেলপার-
(i)Evo Darkz (AyaT Ridoy)
(ii)Pranto Kumar Pashi.

Tweak টিতে যেসব ফিচার থাকছে:—


(i)আপনার ফোন আর কখনোই স্লো হবেনা!
(উদাহরণ হিসেবে আমার Tab 3 এর কথা উল্লেখ করা যায়)
(ii)Cache Partition এ ২৫০ এমবি ভার্চুয়াল র‍্যাম তৈরি করবে! (না লাগলে Ram Manager দিয়ে ডিলিট করা যাবে)
(iii)ফোনের ব্যাটারি সেভ হবে।(চার্জ কম খরচ হবে)
(iv)ফোনের র‍্যামের উপর নিয়ন্ত্রণ করে চাপমুক্ত রাখবে।
(v)স্বয়ংক্রিয়ভাবেই init.d ইনেবল করবে।(অতিরিক্ত কোনো Script লাগবেনা)
(vi)Buil.prop এ কিছু পরিবর্তন আনা হয়েছে যা আপনার ফোনকে Super Fast করতে সহায়তা করবে।
(vii)GPU পারফরমেন্স বৃদ্ধি করবে।
(viii)Disk Info Pro এপসটি দেয়া আছে।ফলে আপনি এখন একটিমাত্র এপস থেকেই ফোনের সব মেমোরি স্ট্যাটাস জানতে পারবেন,System Mount Point (ফোনে কাস্টম রম দিতে লাগবে)
(ix)Ram Manager Pro এপসটি ও দেয়া আছে।যার মাধ্যমে খুব সহজেই Swap File তৈরি করে র‍্যাম বৃদ্ধি করা যাবে এবং ফোনকে Multitasking,Gaming,Balanced,Default এই চার স্তরের পারফরমেন্স দিতে পারবেন।
(x)Xtreme Boster+ এপসটিও দেয়া আছে।এই এপস দিয়ে ও ফোনকে Multitasking,Gaming,Balanced,Default এই চার স্তরের পারফরমেন্স দিতে পারবেন।(আমি এটাই ইউজ করি।যদিও ডেভেলপাররা Ram Manager pro ইউজ করার পরামর্শ দিয়েছেন।কিন্তু Xtreme Boster+ ই আমার ফোনের জন্য বেশি কার্যকর।আপনাদের যেটি ভালো পারফরমেন্স দিবে,সেটিই ইউজ করবেন)
(xi)আরো অনেক ইমপ্রুভমেন্ট।যা লিখে শেষ করা যাবেনা!

যা যা প্রয়োজন:–


(i)রুটেড এন্ড্রয়েড ডিভাইস।
(ii)যেকোনো কাস্টম রিকভারি!
(iii)Rawrz Script

কার্যপদ্ধতি:–


(i)প্রথমে রিকভারি মোডে যান।
(রিকভারি মোডে যেতে Power Menu এপসটি ইউজ করুন।
অথবা ফোন বন্ধ অবস্থায় Volume+ আর Power বাটন একসাথে টিপে ধরে রিকভারি মোডে অন করুন।
Samsung হলে,
Volume+,Menu,Power তিনটি বাটনই একসাথে টিপে ধরে রিকভারি মোডে বুট করুন।
(ii)ডাউনলোড করা Zip ফাইলটি Install করুন।প্রথমবার ফোন চালু হতে তুলনামূলকভাবে একটু বেশি সময় নিতে পারে।
(iii)Install হলে ফোনের App Drawer থেকে Ram manager Pro বা Xtreme Boster+ এ গিয়ে আপনার চাহিদা অনুযায়ী কনফিগারেশন করে নিন।
Ram manager Pro ইউজ করলে Set on Boot এ ঠিক চিহ্ন দিয়ে রাখবেন।
দুটি এপস এর একটি ইউজ করলে অন্যটি Disable করে রাখবেন।
(iv)ফোনের র‍্যাম/মেমোরি স্ট্যাটাস দেখতে Disk Info Pro ইউজ করুন।
(v)প্রয়োজন হলে Ram Manager Pro থেকে Swap File তৈরি করে র‍্যাম বাড়িয়ে নেবেন।(প্রয়োজন হবেনা)

নোট:–


(i)ভালো পারফরমেন্স পেতে আপনাকে অবশ্যই Ram Manager Pro এবং Xtreme Boster এর যে কোনো একটি ইউজ করতে হবে।
(ii)যেহেতু এটি প্রথম ভার্সন,সেহেতু সব ফোনে খুব ভালো পারফরমেন্স নাও পেতে পারেন।
(iii)এর আগে RiadRox ভাই ও এই স্ক্রিপ্ট এর কিছু কিছু খন্ড খন্ড ভাবে পোষ্ট করেছেন।(উনার কাছেও হেল্প চাইতে পারেন।)
(iii)কোনো সমস্যা হলে অথবা না বুঝলে কমেন্ট করুন।
হেল্প করার চেষ্টা করবো।

ক্রেডিট এবং কৃতজ্ঞতা:–


(i)Turbo Boost Team (Swap Script)
(ii)Kuder Apps (Disk Info)
(iii)Vipul Jha (Xtreme Booster+)
(iv)Juwe11 (Ram Manager)
(v)init.d enabling Scripts Dev
(vi)Deep Mitra
(vii)DroidBuzz
(viii)ACRD
(ix)DroidZeus
(x)Amzen
(xi)Pussy Faap
(xii)Team UDM Infinity
&
(xii)All Known/Unknown Script Devs…….:

বিঃদ্রঃ—
Zip ফাইল Flash করার পর যদি কোনো সমস্যা দেখা দেয়,
তাহলে সাহায্যের জন্য FaceBook এ যোগাযোগ করুন।

আর ইচ্ছে করলে আমার YouTube চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন।
“ধন্যবাদ”