Site icon Trickbd.com

রুট কি? আপনার এন্ড্রয়েড ফোনটি কেন রুট করবেন? একদম সহজ ভাষায় জেনে নিন রুট সম্বন্ধে। By:- Adnan Shuvo.

Unnamed

রুট কি?কেন রুট করবেন?

রুট কথাটার সাথে এখন নেট এ ঘুরাঘুরি করে এরকম এন্ড্রয়েড ইউজার প্রায় সবাই জানে।
সবাই রুট সম্পর্কে জানার জন্য গুগলেও ঘুরাঘুরি করে। কিন্তু এত্তো কঠিন কঠিন রুট এর সংজ্ঞা তাদের কাছে
বইয়ের পড়ালেখার মতো কঠিন মনে হয়।
তাই তারা রুট এর দিকে আগাতে চায় না।

যাই হোক রুট কে আমি সহজ ভাষায় সংজ্ঞায়িত করা ট্রাই করবো এই পোষ্টে।

রুট কী??

ধরুন আপনার নিজের অনেক অঢেল সম্পত্তি
আছে… কিন্তু আপনার বয়স কম তাই
সম্পত্তি টাকে কীভাবে আপনি ব্যবহার
করবেন তা জানেন না।

তাই সম্পত্তি টা আপনার হলেও আপনি
আপাতত এর মালিক না। একটি নির্দিষ্ট
বয়সে আপনাকে এর মালিকানা দেয়া
হবে। যখন আপনি একটু বড় হবেন এবং
সম্পত্তি ঠিক মতোব্যবহার করতে
পারবেন।

যদি আপনাকে নির্দিষ্ট বয়সের পূর্বেই

সম্পত্তির মালিক করে দেয়া হয় তবে না
বুঝে হয়তো সব সম্পদ কে ধংস করে দিতে
পারেন।

তেমনি রুট ও অইরকম ই একটা জিনিষ।
সাধারন এন্ড্রয়েড ইউজাররা হলো
অপ্রাপ্ত বয়স্ক সম্পদের মালিকের
মতোই।
তাদের কে তাদের নিজ্বস ফোন
হওয়া সত্ত্বেও ফুল একসেস দেয়া হয় না
কারন তাহলে হয়তো তারা ভিতরের
জিনিষ পাতি না বুঝে চেঞ্জ করে
ফোনটা ব্রিক বাঁ নষ্ট করে ফেলবে।

রুট শুধুমাত্র তাদের জন্যই যারা এন্ড্রয়েড
ফোন সম্পর্কে ভিতরগত দিক দিয়ে জানে
অর্থাৎ যারা এডবান্সড ইউজার।
তারা রুট করে তাদের ফোন টা সফল
ভাবে বিভিন্ন আপডেট করতে পারে
যেমন উদাহরনের ছেলেটা সম্পদ কে পূর্ণ
বয়সে কাজে লাগিয়ে নিজের উন্নতি
করতে পারে।।

আমি তো এত্তো ঘাটাঘাটি করি এন্ড্রয়েড সম্পর্কে!রুট এর
দরকার আছে কি??

আপনার যদি ঘাটাঘাটি করার আগ্রহ
থাকে তবে স্বাগতম। তাহলেই আপনি
পূর্ণ ভাবে বুঝে শুনে ভিতরের চেঞ্জ বাঁ
আপডেট করতে পারবেন। কিন্তু আগ্রহ না
থাকলে হুদাই ফোন ডারে ব্রিক করবেন।

সো এডভান্সড ড্রয়েড ইউজার হওয়ার জন্য
আগ্রহ টা বড় জিনিষ যেমন সম্পদের
দায়িত্ত্ব নেয়ার আগে বয়স বা
অভিজ্ঞতা টা বড় জিনিষ … যদি আগ্রহ
থাকে তাহলে পরবর্তী ধাপ তথা রুট এ
স্বাগতম।

ফেসবুকে আমি