Site icon Trickbd.com

{ROOT}এখন খুব সহজে পরিবর্তন করুন আপনার অ্যান্ডোয়েড ফোনের বাংলা ফন্ট স্টাইল কোন ঝামেলা ছারায়।–by Prince

Unnamed

খুব সহজে পরিবর্তন করুন আপনার অ্যান্ডোয়েড ফোনের বাংলা ফন্ট স্টাইল


আজকে আমি দেখাবো কিভাবে অ্যান্ডোয়েড ফোনের বাংলা ফন্ট স্টাইল পরিবর্তন করবেন। যদিও এইটা অনেকেই যানে, কিন্তু অনেকেই যানে না। যারা যানে না সুধু তাদের জন্য।
যা যা লাগবে
1. রুটেড ফোন
২. Bangla Font Installer(Root)

প্লে ষ্টোর ডাউনলোড লিংক
উপরে দেওয়া লংক থেকে অ্যাপটি ডাউনলোড করুন। ডাউনলোড করে ওপেন করুন। ওপেন করার পর অনেকগুলো ফন্ট স্টাইল দেখতে পাবেন।

আপনার পছন্দমত ফন্ট চয়েজ করুন এবং ইন্সটল এ ক্লিক করুন।
ইন্সটল এ ক্লিক করার পর নিচের চিত্রের মত পপ আপ মেনু আসবে।

yes করে দিন। আপনার ফোন অটোমেটিক রিবোট নিবে।
রিবোট হলেই আপনার কাজ শেষ। এখন দেখুন আপনার ফন্ট
স্টাইল পরিবর্তন হয়ে গেছে।নিচে দেখুন ফলাফল।

কেউ ট্রাই না করে বাজে কমেন্ট করবেন না।
সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।