[Root][Customize][Audio] এবার খুব সহজেই ইনস্টল করুন Viper4Android Audio FX এর নতুন ও সুপার UI – by Riadrox
Welcome to Trickbd
Intro
## রুট নিয়ে পোস্ট একদমই করা হয় না। তবে মাঝে মাঝে করলেও চলে। অবশ্যই চেষ্টা করব যেন মাঝে মাঝে এরকম পোস্ট দিতে পারি।
## আমরা অনেকেই ViperFX এর নাম শুনেছি। অনেকে ইউস ও করেছি। তবে কিছু কারনে হয়ত সবার কাছে তেমন ভাল লাগেনি।
## কিন্তু ViperFX এ নতুন যে ভার্সন টা এসেছে তা সকল ফোনে এমনকি নোগাটেও ১০০% কাজ করে।
আমি আজকে এটি ইনস্টল করার প্রক্রিয়াটা দেখিয়ে দিব।
## আর হ্যাঁ এটা ইনস্টল করতে অবশ্যই রুট লাগবে।
[h2]
Viper4Android কি?
Viper4Android হলো Audio FX বা বলতে পারেন Custom MusicFX বা Audio Enhancement Tool- সহজ কথায় আপনার ফোনের Music Equalizer বোঝায়।
যেমনঃ Dolby একটি Advanced Equalizer – বুঝলেন?
Requirements
## Android Versions: Android JB-Naugat
## Root: Needed!!
## Root File Manger – Link
## Viper4Android – Zip File
#########
##
####
#
##
কার্যপদ্ধতি —-
## Viper4Android এর Zip ফাইলটা ডাউনলোড করে Extract করেন।
## প্রথমটা Root Explorer দিয়ে Root/System/app ফোল্ডারে কপি করেন।
## কপিকৃত ফাইলটি সিলেক্ট করে মেনু থেকে Permission দিন। ঠিক নিচের মতোঃ
## রিবুট হয়ে গেলে দেখবেন ViperFX নামে একটি এপ ইনস্টল হয়েছে।
## এপটিতে ঢুকুন। Driver ইনস্টল করতে বলবে, OK দিন।
## নিচের মত Installed দেখালে ফোন আবার রিবুট দিন।
## এপে ঢুকে মেনু থেকে Driver Status চেক করতে পারেন, আসলেই ইনস্টল ঠিকমতো হয়েছে কি না!!
## না হলে পুনরায় সবকিছু স্টার্ট করুন।
## সবকিছু ঠিকঠাক হয়ে গেলে ViperFx এপে ঢুকে Master Power অন করুন।
## কানে হেডফোন লাগিয়ে, ব্যাকগ্রাউন্ড এ গান চালিয়ে – বাকি ফিচারগুলো এক এক করে ঘেটে দেখুন।
## যেভাবে আপনার বেস্ট মনে হয় সেভাবে সেট করুন। Enjoy!!
Uninstall করার জন্য প্রথমে ViperFX এপ এর মেনু থেকে Uninstall Driver দিন, এবং System/app থেকে এপটি ডিলিট করুন। তারপর রিবুট।
—-***
ধন্যবাদ।
সম্পূর্ণ ক্রেডিটঃ Riadrox
Message: Riadrox on FB