Site icon Trickbd.com

রুট করুন আপনার যে কোন ভার্শন এর মোবাইল লাটেস্ট ভার্শন Android 8.0 ও রুট করতে পারবেন এই পদ্ধতিতে_Posted By Os

Unnamed

প্রথমে আমার সালাম নিবেন আশা করি সবাই ভাল আছেন আপনাদের দোয়াই আমিও ভাল আছি।অনেক দিন পর আবারো নিয়ে আসলাম আপনাদের কাছে আরো একটি নতুন টিউন নিয়ে।

আজকে আমি আপনাদের কে দেখাব কিভাবে আপনি লাটেস্ট ভার্শন Android 8.0 থেকে এর মধ্যে যতগুলো ভার্শন আছে ততগুলো রুট করতে পারবেন আজকের এই নিয়মে।আমি আমার V75 রুট করতে সফল হয়েছি।

How To Root Android 6.0+Using systemless method.

প্রথমে ট্রিকবিডিতে আমার একাউন্ট এ একবার ঘুরে আসুন।

trickbd.com/author/osyeasin

এখন আমি যেই আইডি থেকে পোস্ট করতেছি সেটা আমার বন্ধু আশিক এর আইডি,ধন্যবাদ বন্ধু পোস্ট করতে দেওয়ার জন্য।

হুম এখন আমরা শরু করতে পারি।
যা যা লাগবে!
1=Pc.
2=Custom Recovery.
3=Adb Driver.
4=Adb minimal fastboot.

অনেকেই মনে মনে বলতেছেন যে Custom Recovery ত রুট ছাড়া ইন্সটল দেওয়া যাই না।হুম ঠিক ভাবছেন তবে পিসি দিয়ে এটা সম্ভব এটার জন্য ইউস করতে হবে আমাদের মোবাইলের Bootloader.চলুন আগে আমরা Custom Recovery ইন্সটল করি পিসি দিয়ে।

How To install Custom Recovery Without Root Using Pc!

প্রথমে আমরা Boot Loader Unlock করব।
প্রথমে আপনি আপনার মোবাইলের settings এ যান।

তারপর সবার নিচে দেখেন Developer Option আছে Developer Option এ যান।

Developer option যদি না থাকে তাহলে মোবাইলের settings এ গিয়ে About এ গিয়ে Build number এর উপর ৫ থেকে ৬ বার একসাথে চাপুন দেখুন Developer option এসেছে এবং তারমধ্যে ডুকে OEM Unlocking Enable করে দিন।

আগেই বলে রাখি যে OEM Unlocking সবার মোবাইলে থাকে না বিশেষ করে কিটক্যাট ও জেলিবিন বা তার উপরের ডিবাইস গুলুতে ওইগুলাতে আলাদা ভাবে আনলকরতে হই পিসি দিয়ে।

এখন আপনার মোবাইলে adb Driver ইন্সটল করতে হবে যদি করা থাকে আর করতে হবে না।
adb driver ডাউনলোড করুন নিচ থেকে।
Download Here

ড্রাইবার টা ঠিকঠাক মত ইন্সটল করে নিন,ইন্সটল করার সমই অবশ্যই আপনার পিসির সংগে মোবাইলে ইউ,এস,বি কেবল দিয়ে কানেক্ট করবেন।

এখন হচ্ছে আসল কাজ এখন আপনার পিসিতে Adb minimal fastboot install করতে হবে।
Adb minimal fastboot.exe ডাউনলোড করুন নিচ থেকে।

লিংক কমেন্ট এ দিলাম

Software টা ইন্সটল করেন।তারপর আপনার মোবাইলের কাস্টম রিকুবেরি টা কম্পিউটার এর (program files ×86) এই ফোল্ডার এ গিয়ে adb minimal fastboot ফোল্ডার এ কপি করুন।কাস্টম রিকুবেরিটার নাম অবশ্যই যেন recovery.img থাকে আপনার ইচ্ছাই অন্য নাম ও ব্যবহার করতে পারেন তবে এই নাম টাই সহজ হবে।

এখন আপনার কম্পিউটার এ adb fastboot minimal ওপেন করেন।নিচের মত আসলে লিখবেন pwd
Enter এ চাপুন।

তারপর লিখেন dir Enter এ চাপুন।

এখন আপনার পিসিতে (program files ×86) ফোল্ডার এ যে যে ফাইল গুলি আছে তা দেখাবে।
এখন আপনার মোবাইল পিসির সাথে কেবল দিয়ে কানেক্ট করুন।
আবার লেখুন adb devices

Enter এ চাপুন।

এখন দেখুন আপনার মোবাইলে usb driver এর পারমিশন গেছে পারমিশন এলাউ করুন।
তারপর লিখুন adb reboot bootloader Enter এ চাপুন দেখুন মোবাইল bootloader এ গেছে।
তারপর লিখুন fastboot devices Enter এ চাপুন।
আবার লিখুন fastboot flash recovery recovery.img

Enter এ চাপুন।তারপর দেখাবে যে রিকুবেরি টা মোবাইলে সেন্ড+ইন্সটল হয়েগেছে।

বেস রিকুবেরি ইন্সটল হয়েগেছে।এবার রুট এর পালা।

How To Root Android 6.0+ Using Custom recovery+Systemless Method

প্রথমে নিচ থেকে super su zip টা ডাউনলোড করে নিন।
লিংক কমেন্ট এএ দিলাম

মোবাইল বন্ধ করে Vol+home+power button একসাথে চেপে ধরুন দেখবেন রিকুবেরি মোড এ চলে দেছে Install/apply update এ গিয়ে super su.zip ফ্ল্যাশ করুন।

বেস রুট successful…..

super su.zipp flash দেওয়ার পর ও যদি Root cheaker অথবা অন্য কোন রুটেড এপ এ রুট পারমিশন না পাই থাহলে super su এপ এ গিয়ে settings এ যান তারপর Defult access Grant দিয়ে দিন।


শেষ এবার রুট এর মজা নিন।এই পদ্ধতিতে নতুন যত ভার্শন ই বের হোক না কেন এই পদ্ধ তিতে রুট হবে।

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।

সমস্যা হলে কমেন্ট করুন কমেন্ট এর উত্তর দিবো আমার আইডি থেকে

Az এর youtube chanel এ ঘুরে আসবেন

AZ TECHNICAL BD

Exit mobile version