আসসালামুআলাইকুম।আজ অনেক দিন পর পোস্ট করলাম।কেমন আছেন সবাই।আশা করি সবাই ভালো আছেন।
আজ আমি আপনাদের দেখাবো কিভাবে Samsung Galaxy S Duos 2 GT-S7582 সহ সকল Jelly Bean Version মোবাইল রুট করবেন এবং কিভাবে Twrp (Team Win Recovery Project) ইনষ্টল করবেন।তবে রুট করার আগে একটা কথা বলি: রুট করবেন সম্পূর্ন নিজের দায়িত্বে,মোবাইলের কোন ক্ষতি হলে আমি দায়ী থাকবো না।
# Step: 1
রুট করার জন্য প্রথমে নিচের লিংক থেকে Kingroot Version 4.8.2 টা ডাউনলোড করে নিন।
Kingroot.apk
Size: 8.67 MB
Download: Click Here
ডাউনলোড করে ইনষ্টল করুন এবং ওপেন করুন (মোবাইল ডাটা চালু রাখবেন ৩০-৬০ MB মত রাখবেন) ওপেন করার পর দেখবেন চ্যাকিং হবে, আপনার ফোন যদি Available হয় তবে Root করার জন্য লেখা আসবে, আপনি Root লেখায় ক্লিক করুন,এবার রুট শুরু হবে। রুট হতে ১০-৩০ মিনিট পর্যন্ত সময় নিতে পারে।রুট হলে Root Success লেখা আসবে।
আমাদের রুট করার পালা শেষ।এবার আমরা Twrp ইনষ্টল করবো।রুট করার পর সর্বপ্রথম যে কাজটি করে রাখা উচিত তা হলো Cwm/Twrp/Cot/Philz যেকোন একটি রিকভারি ইনষ্টল করা এবং Stock Rom এর ব্যাকআপ রাখা।Stock Rom এর ব্যাকআপ কিভাবে নিতে হয় তা আরেকদিন দেখাবো।আপনার মোবাইলে বিল্ট ইন যে রমটা থাকে এটা হলো Stock Rom. এ কাজটা করার পর মোবাইল যদি ব্রিক করে তবে Backup টা রিস্টোর করে আপনি আবার আগের অবস্থায় ফিরে যেতে পারবেন, আর যদি ব্যাকআপ না রাখেন তবে ব্রিক করলে মরছেন ?
# Step: 2
Twrp ইনষ্টল করার জন্য যা যা প্রয়োজন:
১. Recovery.img Download
বিঃদ্রঃ এই Recovery.img টা শুধুমাত্র Samsung GT-S7582 এর জন্য।
২. Rashr.apk Download (4 MB)
Step: 3
Recovery.img টা ডাউনলোড করে Memory Card এ রাখুন।এবার Rashr ইনষ্টল করে ওপেন করুন। রুট পারমিশন চাইলে Allow করুন।এবার নিচের ছবি গুলো দেখুন
Twrp টা ফ্লাস হবার পর রিবুট করতে বললে, রিবুট করুন। কাজ শেষ এবার রিকোভারি মুডে গিয়ে দেখুন Twrp ইনষ্টল হয়ে গেছে।রিকোভারি মুডে যাবার জন্য: মোবাইল বন্ধ করে Power+Vol Up+Home বাটন একসাথে চেপে ধরুন।
কোনকিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন।আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন