Site icon Trickbd.com

[Root]সকল রুটেড মোবাইলের জন্য নিয়ে এলাম অসাধারন একটা এপ+মোবাইলের সাউন্ড কে সাজান নিজের মত_Posted By Os

Unnamed

প্রথমে আমার সালাম নিবেন আশা করি সবাই ভাল আছেন আপনাদের দোয়াই আমিও ভাল আছি।


আজকে আপনাদের কে দেখাব কিভাবে আপনার মোবাইলের সাউন্ড বাড়াবেন+কাস্টমাইজড করবেন Equalizer সাথে আরো অনেক ফিচারস।প্রথমেই বলে রাখি সাউন্ড কাস্টমাইজড করার জন্য Dolby Atoms সব থেকে ভাল তবে এটা কাস্টম রিকুবেরি ছাড়া ব্যবহার করা যাই না।Dolby Atoms এর পরে হচ্ছে VIPER4 যেটা নিয়ে এখন পোস্ট করতেছি,এটা আপনি আপনার রুটেড মোবাইলে ব্যবহার করতে পারবেন।VIPER4 এর মাধ্যমে আপনার মোবাইল এর সাউন্ড কোয়ালিটি কিছুটা বাড়বে+ভাল Equlizer যদি সাউন্ডবক্স দিয়ে গান শুনেন তাহলে ত কোন কথাই নাই।

বাকিটা ব্যবহার করলে বুঝবেন।

শরু করা যাক!!

প্রথমে নিচ থেকে VIPER4.apk টা ডাউনলোড করে নিন।

Download Here VIPER4.apk

যেহেতু আমরা system এর কাজ করব তাই আমাদের কে ভাল একটা রুট ব্রাউজার ব্যবহার করতে হবে আমি Solid Explorer ব্যবহার করতে বলবো,কারন এটা দিয়ে system এর কাজ গুলা সহজ ভাবেই করা যাই।

Download Here Solid Explorer.apk

প্রথমে Solid Explorer Install করে ওপেন করুন।
Root Permission Grant দিন।


তারপর system/etc তে গিয়ে এই ফাইল টা রিনেম করে শেষে. bak লাগিয়ে দিন,যাতে ফাইল টা ব্যাক আপ থাকে।

তারপর VIPER4 এপ টা Copy অথবা Move করে system/priv-app এ রাখুন।

VIPER4 কে চেপে ধরে উপরে ডান দিকের অপশন থেকে Porperties এ যান।

সাইডে টেনে নিচের মত পারমিশন দিয়ে Apply. দিন,

মোবাইল টা বন্ধ করে চালু করুন।
তারপর VIPER4 এপ টা তে ঢুকুন।
Storage Permission Allow দিন।

তারপর রুট পারমিশন Grant দিন।

তারপর বাকিটা আপনার নিজের মত কাস্টমাইজড করুন।

সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্ট ক্রেডিটঃইয়াছিন

Facebook me