Site icon Trickbd.com

TWRP Recovery.img For Samsung Galaxy S Duos 2 GT-S7582

Unnamed


কেমন আছেন সবাই?আশা করি ভালো আছেন।সমনে ঈদ তাই সবার ভালো থাকারই কথা।আমি ভালো আছি।আমরা অনেকেই আছি যারা মোবাইল রুট করে ব্যবহার করতে পছন্দ করি।মোবাইল রুট করলে অনেক সুবিধা পাওয়া যায়।তবে কিছু সমস্যা ও আছে।যেমনঃ ব্রিক করতে পারে,ওয়ারেন্টি নষ্ট হওয়া ইত্যাদি,থাক সেসব কথা।আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম Samsung Galaxy S Duos 2 GT-S7582 এর জন্য TWRP Recovery.img অনেক খোজাখুজি করে বের করলাম। নেটে GT-S7582 মোবাইলে TWRP ইনষ্টল করার যত গুলা টিউটোরিয়াল আছে সবগুলো কম্পিউটার দিয়ে Odin এর সাহায্যে করতে হয়,না হয় বেশির ভাগই ইংরেজীতে লেখা, তবে আমাদের সবারতো আর কম্পিউটার নেই,তাছাড়া আমরা সবাই ইংরেজী বুঝি না।তাই আপনাদের জন্য নিয়ে এলাম মোবাইল দিয়ে ইনষ্টল করার মতো রিকোভারি ফাইল।প্রথমে নিচ থেকে Recovery File টা ডাউনলোড করে নিন।
১.Click Here To Download TWRP Recovery.img For GT-S7582
বিঃদ্রঃ এই রিকোভারিটা শুধু মাত্র GT-S7582 এর জন্য

যারা Recovery File ইনষ্টল করতে পারেন তারা করে নিন।আর যারা পারেন না, তারা নিচের ধাপ গুলো অনুস্বরণ করুন।

Step: 1


Recovery.img টা ডাউনলোড করে Memory Card এ রাখুন,Play Store থেকে Rashr ডাউনলোড করুন।ওপেন করুন, Root Permission চাইলে ওকে করুন।এবার নিচের ছবি গুলো দেখুন


TWRP টা ফ্লাস হবার পর রিবুট করতে বললে, রিবুট করুন। কাজ শেষ এবার রিকোভারি মুডে গিয়ে দেখুন TWRP ইনষ্টল হয়ে গেছে।রিকোভারি মুডে যাবার জন্য: মোবাইল বন্ধ করে Power+Vol Up+Home বাটন একসাথে চেপে ধরে রাখুন।কোনকিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন।আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন
  • Android 5.1.1 Lollipop Rom For GT-S7582
  • Ridmik Keyboard এর Background পরিবর্তন করে নিজের ছবি লাগান
  • নিজের নামে ওয়েবসাইট বানিয়ে টাকা আয় করতে এখানে ক্লিক করুন