Site icon Trickbd.com

[Root] খুব সহজে অাপনার ফোনে অাসা কল গুলোকে অটো রিসিভ করুন।।এবং বন্ধুদের সাথে মজা করুন।। রুট ইউজাররা অবশ্যই দেখবেন।।

Unnamed

অাসসালামুঅালাইকুম বন্ধুরা,
অাশা করি অাপনারা ভালো
অাছেন।। কারন ট্রিকবিডির প্রতিটা মেম্বার খুবই
ভাগ্যবান যে তারা এরকম একটা প্লাটফর্মের
সাথে থাকতে পেরেছেন। ট্রিকবিডিতে অামরা
নিত্যনতুন অনেক কিছু শিখতে পারি।। অজানা
অনেক কিছু জানতে পারি এবং জানাতে পারি।
তাই ট্রিকবিডিকে অামি খুবই ভালোবাসি। অামি জানি
অাপনারাও অনেক ভালোবাসেন। সেই
ভালোবাসা দিয়েই অাজকে অামার পোস্ট শুরু
করলাম।।
অামার এই ট্রিকসটি শুধু মাত্র নতুনদের জন্য,,
অর্থাৎ যারা জানেন না তাদের জন্য।।
যারা জানেন তারা এখান থেকে Back করুন।।
ধন্যবাদ!!



এখন অামরা সরাসরি কাজে চলে অাসিঃ
যা যা লাগবেঃ-
1. Root phone
2. Exposed Inistaller
3. GravityBox [অাপনার ফোনের ভার্সন অনুযায়ী]

রুট ইউজার’দের নতুন করে এই দুটে নিয়ে বলার কিছু নেই, কেননা সবাই এ দুটোর সাথে খুবই পরিচিত।।

তাই সরাসরি কাজে চলে যাইঃ-
কাজের ধারাঃ-
1→ প্রথমে GravityBox এ প্রবেশ করুন


2→ একদম নিচের দিকে দেখুন Engineering Mode অপশন অাছে,, ক্লিক করুন-


3→ এখন দেখুন উপরে অনেক গুলো অপশন অাছে (উদাহরণ স্বরুপ: Telephony, Connectivity, Hardware Testing, Location, Log and debugging, Other) এখান থেকে অাপনি Telephony ক্লিক করুন এবং Auto Answer এ ক্লিক করুন।।


4→ এবার Disable এ ক্লিক করে Enable করে দিন।।


ব্যাস অাপনার কাজ শেষ।।
এখন একটা অন্য মোবাইল থেকে অাপনার ফোনে কল করে দেখুন অটো রিসিভ হয়ে যাবে।।
তো বন্ধুরা কেমন লাগলো?? এবং বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে অাছি অামি।।
ফেসবুকে অামি Mithun