Kali Linux হল হ্যাকারদের অপারেটিং সিস্টেম যা হ্যাকাররা কন ওয়েবসাইট বা অন্য কোন প্রযুক্তির দুর্বলতা বের করতে সাহায্য করে। তাই অনেকেই এই অপারেটিং সিস্টেম তাদের স্মার্ট ফোনে ইন্সটল করতে চায় কিন্তু অনেকেই পারেনা।আমি আজ আপনাদের শিখাব কিভাবে আপনি আপনার Android ফোনে Kali Linux ইন্সটল করবেন। তাহলে আর কথা না বারিয়ে শুরু করা যাক
যা যা লাগবে:
- প্রথমে আপনার ফোন অবশ্যই রুটেড হতে হবে। কিভাবে রুট করতে হয় তা নিয়ে অনেক পোস্ট আছে Trickbd তে।
- আপনার ফোনে BusyBox ইন্সটল করতে হবে Download Busy Box
- linux Deploy Download Linux Deploy
- Vnc Viewer Download Vnc viewer
- এবং অবশ্যই ইন্টারনেট থাকতে হবে ফনে ৪ জিবি মেমোরি ফাকা রাখতে হবে।
Note:
আমি এইফনে লিনাক্স ইন্সটল করিনাই সুধু Screen Shot এর মাধমে বুঝিএ দিয়েছি। কারন হল ইন্সটল করলে এইটি Uninstall করা সমস্যা।
কিভাবে ইন্সটল করবেন:
- প্রথমে উপর থেকে Linux Deploy অ্যাপ ডাউনলোড করে ইন্সটল করে নিন এর পর অ্যাপ ওপেন করার পর রুট পারমিশন গ্রান্ট করে দিন