হেল্লো….. কেমন আছেন সবাই?
আবারো আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি ট্রিক নিয়ে।
চলুন শুরু করি।
আজ আপনাদের দেখাবো কিভাবে আপনার ফোনের এন্ড্রোয়েড ভার্সন ইচ্ছা মতো বাড়িয়ে নিবেন এবং বন্ধুদের মজা দেখাবেন।
মনে রাখবেন, এতে আপনার ফোনের ভার্সন সত্যি সত্যি বেড়ে যাবে না। শুধুমাত্র About phone এ গেলে আপনার দেয়া ভার্সন দেখাবে অর্থাৎ, বেশি ভার্সন দেখাবে।
এই ট্রিকটি শুধুমাত্র রুটেড ফোনেই কাজ করবে।
আপনার ফোনটি রুটেড না হলে গুগলের সাহায্য নিয়ে সহজেই রুট করে নিতে পারবেন।
প্রথমে প্লে স্টোর থেকে Root browser classic এপটি ডাউনলোড করুন। ওপেন করে রুট পারমিশন দিন।
এখন build.prop নামের একটি ফাইল খুজে বের করুন।
ফাইল্টি টেক্সট ইডিটির দিয়ে ওপেন করুন।
ওপেন করে ro.build.version.release: লিখাটি খুজে বের করুন।
ঐ লিখাটার পাশে আপনার ফোনের ভার্শন লিখা থাকবে।
ঐ ভার্সনটি কেটে নতুন একটি ভার্সন দিয়ে দিন।
যেমনঃ আমি 6.0.1 কেটে 8.0.1 দিয়েছি।
এবার ফোনটি রিবুট দিন এবং সেটিংসে গিয়ে দেখুন ভার্সন বেড়ে গেছে।
যেভাবে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিবেনঃ
আগের অবস্থায় নিয়ে যেতে চাইলে আগের মত build.prop ফাইলটি ওপেন করে নতুন ভার্সন উটিয়ে পুরাতন ভার্সন বসিয়ে দিন, সেভ করুন, রিবুট দিন।
ব্যাস, হয়ে গেলো।
সৌজন্যেঃ আমার চ্যানেল। সাবস্ক্রাইব করবেন।
প্রমাণ সহ ভিডিও দেখুনঃ
ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে।
আল্লাহ হাফেজ।