আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন।
যে সকল ভাইয়েরা Rooted ফোন ব্যবহার করেন অথচ কাষ্টম রিকোভারি ইন্সটল দিতে পারেননি তাদের জন্য আমার আজকের পোষ্ট। চলুন শুরু করি।
১) কিভাবে আমার ফোনের জন্য TWRP রিকোভারি খুজে পাবো?
আপনার ফোনটি যদি Samsung, HTC, Sony, Lenovo ইত্যাদি জনপ্রিয় ব্রান্ডের হলে আপনি সহজেই রিকোভারি ইমেজ গুগলে সারচ করলে খুঁজে পাবেন।
কিন্তু, আপনার ফোন যদি এসব ব্রান্ডের না হয়ে Walton, Symphony, Lava ইত্যাদি ব্রান্ডের হয়, তাহলে আপনি ফোনের মডেল দিয়ে সার্চ করে হয়তো নাও পেতে পারেন। যদি না পান তাহলে আপনাকে আপনার ফোনের “চিপসেট” দিয়ে সার্চ করতে হবে। আপনার ফোনের চিপসেট কত তা আপনি Mobile Uncle Tool দিয়ে জেনে নিতে পারেন।
রিকোভারি ইমেজ ডাউনলোড করতে হলে প্রথমে যেকোনো একটি ব্রাউজারে প্রবেশ করুন। তারপর সার্চ বারে আপনার ফোনের মডেল নাম্বার/চিপসেট লিখে একটি স্পেস দিয়ে লিখবেন TWRP (ফোনের মডেল নাম্বার লিখতে হবে, যেমনঃ gt-i9105; নাম লিখলে হবে না, যেমনঃ S2 plus)
এখন দেখবেন twrp. me এর একটি লিংক এসেছে, ঐ লিংকে ক্লিক করবেন।
এখন twrp. me তে ঢুকার পর আপনি দেখবেন আপনার ফোনের জন্য twrp recovery এসেছে।
আপনি এখান থেকে যেকোনো একটি ল্যাংগুয়েজ সিলেক্ট করবেন।
(যদি না আসে তাহলে কিচ্ছু করার নাই, আপনাকে রিকোভারি তৈরি করতে হবে)
এরপর দেখবেন আপনার ফোনের জন্য Twrp recovery এর কয়েকটি ভার্সন এসেছে। এখান থেকে আপনি যেকোনো একটি. img ফাইল ডাউনলোড করবেন। .tar ফাইল ডাউনলোড করবেন না।
সৌজন্যেঃ আমার চ্যানেল
ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
আল্লাহ হাফেজ।