Site icon Trickbd.com

[Rooted] বন্ধ থাকা অবস্থায় Phone চার্জ দিলে যে Bettery Logo টি আসে তা যেভাবে পরিবর্তন করে আপনার মনের মতো করে Logo দিবেন। – With full Trick

Unnamed

♥♥আসসালামু আলাইকুম♥♥
♥আশা করি সবাই ভালো আছেন। Trickbd তো, ভালো তো থাকবেনই, আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।

★এটি আমার ৫ম পোস্ট Trickbd তে,
যদি কোন কিছু ভুল করে থাকি! ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিবেন।

→আজকের প্রসঙ্গ আবার ভিন্ন, আজকের পোস্ট টি শুধু মাএ root User দের জন্য।

**যেভাবে বন্ধ থাকা অবস্থায় Phone এ চার্জ দিলে যে Bettery Logo টি আসে তা কিভাবে পরিবর্তন করে আপনার মনের মতো করে সাজাবেন।

★তো কাজটি করতে ২টি Apps এর প্রয়োজন হবে।
১)Es File Manager
২)Picsart

“”apk দুটি যাদের না আছে তারা Play Store থেকে সার্চ করে নামিয়ে নিবেন।

★Sshot দেখে কাজ করুন,,

★এবার Root Explorer On করুন।

★তারপরে,


★এবার দেখুন এখানে আপনার Bettery Power এর কিছু ফটো আছে এগুলোই আমরা পরিবর্তন করবো।
[বিঃদ্রঃ Framework ভেদে এগুলো অন্য ফোল্ডারে ও থাকতে পারে। ]

★এখন এই logo গুলো সব কপি করেন।

★এবং আপনার মেমরি কার্ডের যেকোন ফোল্ডারে রাখুন।

**আমি Download ফাইলে রেখেছি।

★এবার এখান থেকে একটি একটি করে পিকচার Size ঠিক রেখে আপনার মনের মতো করে পরিবর্তন করুন।

★Size দেখতে “Picsart” Apps এ ডুকে, নিচের মতোন করুন।

★দেখুন আমার ফোনের পিকচারের সাইজ “২৪০*২২০”

★এই সাইজ ঠিক রেখে সবকটি পিকচার এডিট করুন।

**আমি করেছি দেখুন,

★এখন প্রথমে যে পিকচার কপি করে “Download ফাইলে রেখেছিলাম আমি। আপনারা যেখানে রেখেছেন সেখানে যান গিয়ে একটা একটা করে (১,২,৩,৪,৫,৬,৭ টি) পিকচার “Rename” করে লেখাটা কপি করেন।

★নিয়ে পেস্ট করুন আপনার বানানো পিকচারে, এবং সেভ করুন।

(★এভাবে সবকটি পিকচার edit & Rename করুন।)

★তারপরে আবার,


★ এবং মিলিয়ে মিলিয়ে ১টা ১টা ডিলেট করুন & আপনার পরিবর্তন করা পিকচার এনে বসান,

(পরিবর্তন করা ফটো,)

★নিয়ে res>>images>> file এ বসান।

★এরকম করে সবগুলো পিকচার বসান,

★এবার সবকিছু কেটে দিয়ে ফোন “রিবুট” দিন,

★এবং আবার বন্ধ করে, চার্জে বসিয়ে মজা দেখুন।

**প্রমান হিসেবে আমার ফোনটি দেখুন চার্জে বসানো অবস্থায়,

★পুর্বের অবস্থায় ফিরে যেতে, আপনার পরিবর্তন করা ফটোগুলে কেটে, প্রথমে কপি করা logo গুলো বসান।★

★★সাবধানঃ ঠিক আমার মতো করবেন। কোন কিছু ভুল করবেন না, কিছু ভুল হলে ফোন ব্রিক হয়ে যেতে পারে। ★★

@@ঠিকভাবে কাজ না করতে পেরে ফোনের কোন ক্ষতি হলে আমি বা Trickbd দায়ি নই, সব কিছু নিজ দায়িত্বে করবেন।@@

→বুঝতে কোন সমস্যা হলে কমেন্ট করুন।

ফেসবুকে আমি,,,Md Mostafezur

*সকলকে আমার ★Website :Trick Bangla 24
সাইটে ঘুরে আসার জন্য অনুরোধ রইলো…!!