Site icon Trickbd.com

[Root][Boot Animation] নতুন Android O (Oreo) Boot Animation যেকোনো Android ফোনের জন্য + এটি ইনস্টল করার নিয়ম [Explained]

Unnamed

## সবাইকে সালাম রইল।

## আবারও নতুন পোস্ট নিয়ে হাজির হলাম সাথে নতুন কিছু নিয়েও।

## আগে অনেক রকমের বুট এনিমেশন শেয়ার করেছি। তবে আজকে যে Boot Animation শেয়ার করব তা আগের গুলোকে অবশ্যই হার মানবে।

## আজকে আমি Android O অর্থাৎ Android Oreo বুট Animation শেয়ার করব এবং এটি Official Release.

## এবং আপনারা চাইলে যেকোনো Android ফোনে এটি ব্যবহার করতে পারবেন। তবে অবশ্য Rooted হতে হবে।

রিভিওঃ

## এর Demo Gif Animation অনেক কাটছাট করে নিজেই তৈরি করছি, এখানে দেখুন( Default Browser ব্যবহার করবেন।)

Requirements (যা যা লাগবে)

## Root Explorer / Root Browser /Es File Explorer / MiXplorer (আমি যেটা ব্যবহার করি)

##
CPU Z APK – Display Resolution দেখার জন্য।

যা যা করবেনঃ

## প্রথমে Cpu-z Apk টা ডাউনলোড করে ইনস্টল করেন।

## আপনার ফোনের Resolution টা দেখেনিন। দেখুন নিচের কোনটির সাথে খুব কাছাকাছি মিলে যায়,

800×480 – 480p

1280×720 – 720p

1920×1080 – 1080p

## যেমন, আমার ফোন 460×858 – তাহলে আমারটা 480p । আপনারটা কত বের করুন।

## এবার আপনার ফোনের রেজুলেশন অনুযায়ী নিচ থেকে Boot Animation টি ডাউনলোড করুন।

Oreo Bootanimation 1080p zip

Oreo Bootanimation 720p zip

Oreo Bootanimation 480p zip

## ডাউনলোড হয়ে গেলে নিচের মত Rename করে নিন।

bootanimation.zip

## এরপর যেকোনো Root File Manager দিয়ে Root/system/media তে যান, সেখানে অলরেডি একটা bootanimation দেখতে পাবেন। ঐটা ব্যাকআপ হিসেবে SDCard এ কপি করে রেখে দিন।

## এবার ডাউনলোড করা Boot Animation টি Root/system/media তে কপি করুন বা আগেরটার সাথে Replace করুন।।

## দেখুন পারমিশন চেন্জ হয়ে গেছে। Permission rw-r-r করে দিন অথবা 644 করুন। (Mixplorer – Long press>Option>Properties>press on rw->change permission)


## ফোন রিস্টার্ট দিন।

যাদের ফোন অন হওয়ার সময় Boot animation শো করছে নাঃ

## তারা bootanimation ফাইল এর ভিতরে যান। desc txt নামক ফাইলটি ওপেন করে Edit করুন। যেসব জায়গায় c লেখা আছে কেটে p করে দিন। নিচের মত।

## Permission ঠিক আছে কিনা চেক করে আবার রিস্টার্ট দিন।।


================================================

ধন্যবাদ

সম্পূর্ণ ক্রেডিটঃ Riadrox
আমার ফেসবুক পেজ

Exit mobile version