আবারো সবাইকে স্বাগতম।
# # আমরা যারা কিটক্যাট ফোন ব্যবহার করি, তারা মাঝে মাঝেই একটা সমস্যার মুখোমুখি হই আর তা হলো SDcard – Read/Write না হওয়া। এখানে Sdcard/Phone দুক্ষেত্রেই এই সমস্যা হতে পারে।
# # কোনো ফাইল কপি করা যায় না, ইনস্টল করা এপস SDcard এ Move করা যায় না। এমনকি কোনো ফাইল ডিলিট ও করা যায় না।
# # এসমস্যা রুট করলেও ঠিক হয় না, যদি আপনি ফোনের ডিফল্ট ফাইল মেনেজার ইউস করেন।
# # তবে একটু System ফাইল ইডিট করেই এ সমস্যার সমাধান সম্ভব।
# # এ সমস্যার সমাধান দুভাবে করা যায়, এক তো এপের মাধ্যেমে। আর এক ভাবে আপনি নিজেই সিস্টেম ফাইল ইডিট করে।
Method – 1: এপের মাধ্যমে
# # এর চেয়ে সহজ আর কোনো কিছুই নয়।। তবে কিছু অসুবিধা আছে , আপনি পুরো পারমিশন Sdcard কে দিতে পারবেন না।
# # তবুও, ট্রাই তো বানতা হ্যায়্।।
# # প্রথমে আপনার ফোনে Busybox ইনস্টল করে নিন। যদি না করা থাকে। ( রুট করার পর প্রথম কাজই তো Busybox ইনস্টল করা)
— See Here
# # এর পর Sdfix App টা ইনস্টল দেন।
# # নিচের মত Continue দিতে থাকুন। Complete দেখালে ফোন রিবুট করুন।
Method 2 – নিজেই ইডিট (Stable)
# # এই প্রসেস বেশি কার্যকর, কারণ আপনি সম্পূর্ন পারমিশনই দিচ্ছেন।
# # প্রথমেই MiXplorer দিয়ে system/etc/permission এ যান।
# # একদম নিচে platform.xml এ Editor দিয়ে ঢুকুন।
# # নিচের তিনটা পারমিশন লাইন খুঁজে বের করুনঃ
WRITE.EXTERNAL.STORAGE
READ.EXTERNAL.STORAGE
ACCESS.ALL.EXTERNAL.STORAGE
# # এবার এর আগের লাইনে
নিচের কোড বসান।
<group gid=”sdcard_r” />
<group gid=”sdcard_rw” />
# # না বুঝলে নিচের স্ক্রিনশটঃ
# # এবার উপরের Save বাটনে ক্লিক করেন এবং রিবুট দেন।
# # কাজ শেষ!
ধন্যবাদ।
আমার নতুন সাইটঃ RxTechBD.COM
by Riadrox