Be a Trainer! Share your knowledge.
Home » Android root » [Requested][Root] কিটক্যাট ফোনের SDcard/External SDcard এর Permission যেভাবে Fix করবেন।

[Requested][Root] কিটক্যাট ফোনের SDcard/External SDcard এর Permission যেভাবে Fix করবেন।

আবারো সবাইকে স্বাগতম।

# # আমরা যারা কিটক্যাট ফোন ব্যবহার করি, তারা মাঝে মাঝেই একটা সমস্যার মুখোমুখি হই আর তা হলো SDcard – Read/Write না হওয়া। এখানে Sdcard/Phone দুক্ষেত্রেই এই সমস্যা হতে পারে।

# # কোনো ফাইল কপি করা যায় না, ইনস্টল করা এপস SDcard এ Move করা যায় না। এমনকি কোনো ফাইল ডিলিট ও করা যায় না।

# # এসমস্যা রুট করলেও ঠিক হয় না, যদি আপনি ফোনের ডিফল্ট ফাইল মেনেজার ইউস করেন।

# # তবে একটু System ফাইল ইডিট করেই এ সমস্যার সমাধান সম্ভব।

# # এ সমস্যার সমাধান দুভাবে করা যায়, এক তো এপের মাধ্যেমে। আর এক ভাবে আপনি নিজেই সিস্টেম ফাইল ইডিট করে।

Method – 1: এপের মাধ্যমে

# # এর চেয়ে সহজ আর কোনো কিছুই নয়।। তবে কিছু অসুবিধা আছে , আপনি পুরো পারমিশন Sdcard কে দিতে পারবেন না।

# # তবুও, ট্রাই তো বানতা হ্যায়্।।

# # প্রথমে আপনার ফোনে Busybox ইনস্টল করে নিন। যদি না করা থাকে। ( রুট করার পর প্রথম কাজই তো Busybox ইনস্টল করা)
See Here

# # এর পর Sdfix App টা ইনস্টল দেন।

# # নিচের মত Continue দিতে থাকুন। Complete দেখালে ফোন রিবুট করুন।

Method 2 – নিজেই ইডিট (Stable)

# # এই প্রসেস বেশি কার্যকর, কারণ আপনি সম্পূর্ন পারমিশনই দিচ্ছেন।

# # প্রথমেই MiXplorer দিয়ে system/etc/permission এ যান।

# # একদম নিচে platform.xml এ Editor দিয়ে ঢুকুন।

# # নিচের তিনটা পারমিশন লাইন খুঁজে বের করুনঃ

WRITE.EXTERNAL.STORAGE

READ.EXTERNAL.STORAGE

ACCESS.ALL.EXTERNAL.STORAGE

# # এবার  এর আগের লাইনে
নিচের কোড বসান।

<group gid=”sdcard_r” />
<group gid=”sdcard_rw” />

# # না বুঝলে নিচের স্ক্রিনশটঃ

# # এবার উপরের Save বাটনে ক্লিক করেন এবং রিবুট দেন।

# # কাজ শেষ!

ধন্যবাদ।

আমার নতুন সাইটঃ RxTechBD.COM
by Riadrox


6 years ago (Dec 16, 2017)

About Author (280)

Riadrox
Legend author

ওয়েব ডেভলপার, এন্ড্রয়েড মাস্টার, এসইও এক্সপার্ট (Google), ওয়ার্ডপ্রেস থিমস ডিজাইনার & ট্রিকবিডির নং #১ টিউনার

Trickbd Official Telegram

23 responses to “[Requested][Root] কিটক্যাট ফোনের SDcard/External SDcard এর Permission যেভাবে Fix করবেন।”

  1. Mahfuz Author says:

    vai amar phone iroot diye try korlam but bujbo kemne root hoise?

  2. Neymar Jr Contributor says:

    wow.
    a request. my phone lolipop version no rooted.
    when I go to mx player I can’t delete any video from mx……..phone storage……lava iris 810 can u fix and how to root my phone without any problem

  3. Neymar Jr Contributor says:

    I am not try it

  4. Atik Hasan Author says:

    Ji vai thanks…but post ta ektu derite korlen….onek din try korar por 2 din age problem ta fix korlam!!

  5. Anik Shahoriar Contributor says:

    vai amar phone walton gm2+(nugat)…
    sd carde move korar kono option nai..
    onek app r onek vabe try korse, but app sd card a move korte pari nai.. Need Help???

  6. Mr. Rocky Contributor says:

    রিয়াদ ভাইআল আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার একটা রিকুয়েস্ট এ আপনি এত তারাতাড়ি পোস্ট করেছেন সেজন্য।

  7. Mr. Rocky Contributor says:

    ভাই Es file explorer দিয়ে হবে না?

  8. rajudhunatbogra Author says:

    ভাই আমার symphony explorer zv mtk6592 এই ফোনের twrp/cwm রিকোভারী দরকার। আপনার খোজে থাকলে একটু বললে খুব উপকার হতো।
    আর অন্য কারো যদি খোজে থাকে তাও বলবেন।
    আমি অনেক খুজেছি পাইনাই।

  9. xdduha1122 Contributor says:

    এই ভাবে এডিট করলে মোবাইল এর কোনো সমস্যা….হবে?

  10. YASIR-YCS Author says:

    এই সমস্যা রুট করলেও ঠিক হয়না কথা টা কিন্তু ঠিক না।

  11. arparvez Author says:

    riad vai ke onek miss korechi???

  12. xdduha1122 Contributor says:

    Vai Kono Kaj Holo Na…Ki korbo…?

  13. xD Duha Contributor says:

    ei rokom kono Option e nai…And Storage e gele Je Phone Storage And SD Card Select Option Oitaa Oo Nai….

Leave a Reply