আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভালো আছেন।বর্তমান সময়ে আমারা যেই এন্ডোয়েড ফোন গুলো ব্যবহার করি তার বেশি ভাগ ফোনেই defult storage হিসাবে ফোন মেমোরি থাকে। যার কারনে আমাদের ইন্সটল করা অ্যাপ বা ডাউনলোড করা সকল ফাইলই ফোন মেমোরিতে গিয়ে জমা হয় যার কারনে ফোন গুলোর ফোন মেমোরি কিছুদিনেই মধ্যেই ফুল হয়ে যায়, যা আমাদের আবার sdcard-এ move করতে হয়।তাছাড়া যাদের ফোন মেমোরি আমার মত খুব কম তারা তো পুরাতন সখের ফোনটা বিক্রি করে নতুন একটা কিনার কথা ভাবছেন ?।
যাইহোক আপনার এন্ডোয়েড ফোনটা যদি রুট করা থাকে আপনি এখন আপনার ফোনের sdcard-কে ফোন মেমোরি হিসাবে ব্যবহার করতে পারবেন।মানে আপনার sdcard যদি ৮/১৬/৩২জিবি হয় তবে আপনার ফোন মেমোরিকে ৮/১৬/৩২ জিবি করে নিতে পারবেন।এককথায় sdcard ফোন মেমোরির কাজ করবে।
যা যা লাগবে
#রুটেট ফোন
#Root Explorer Apk-ডাউনলোড লিংক
[Es file explorer বা এরকম অন্য অ্যাপ দিয়ে হবে]
অ্যাপ সাইজ-3.04 MB
#বুদ্ধি লাগবে না ?
প্রথমে Root Explorer Apk টা ওপেন কর Root ফোন্ডার থেকে etc ফোন্ডার select করুন-
etc ফোন্ডারে এসে নিচে vold.fstab নামের ফাইলটা খুজে বের করুন-
এখন vold.fstab ফাইলটাকে চেপে ধরে open in text editor ক্লিক করুন-
তারপর নিচের মত করে যেখানে sdcard0 আছে সেখানে sdcard1 আর যেখানে sdcard1 আছে সেখানে sdcard0 করে দিন তার পর ফাইলটা save করে নিন-
কাজ শেষ হলে ফোনটা Reboot করে দেখুন sd কার্ড ফোন মেমোরি আর ফোন মেমোরি sd কার্ড হয়ে গেছে..
পোস্টের ভিডিও টিউটোরিয়াল দেখুন
সতর্কবার্তা-সবকিছু নিজ দায়িত্বে করবেন যেহেতু root লেভেলের কাজ। আপনার ফোনের কোন প্রকার সমস্যার জন্য টিকবিডি বা আমি দায়ী থাকবো না