Site icon Trickbd.com

Phliz Touch Recovery For Walton Primo F7

Unnamed

নিয়ে নিন আপনার Wlaton Primo F7 এর জন্য Phliz Touch Recovery

আসসালামুয়ালাইকুম।আশা করি সবাই পরম করুনাময় আল্লাহর আশেষ মেহেরবানি তে ভাল আছেন।আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম Walton Primo F7 এর Phliz Touch recovery যার মাধ্যমে আপনারা Recovery Mood এ টাচ+বাটন ২ টাই ব্যাবহার করতে পারবেন।

শুরুর আগে কিছু কথাঃ

**আপনারা সবাই জানেন যে Phliz রিকভারি Cwm কে বেস করে তৈরি। আর Cwm.দিয়ে Mt6580 তে রম ফ্ল্যাশ হয় না। তাই এটা দিয়েও রম ফ্ল্যাশ হবে না।তবে এটা দিয়ে ছোটখাটো প্যাচ+অন্য জিপ গুলো ফ্ল্যাশ হবে।

**এটা মোটামুটি এডভান্স লেভেল এর কাজ তাই যা করবেন নিজ দায়িত্বে করবেন।আমি কোন ব্রিকড ডিভাইস/ড্যামেজড এস ডি কার্ডের দায় নিব না।।

যা যা লাগবেঃ

১।রুটেড F7 device
২।ফ্লাশিফাই।
৩।রিকভারি ইমেজ।

ডাউনলোডঃ

১। ফ্লাশিফাই এপ প্লে স্টোর থেকে নেন।

২।Phliz Recovery image এখানে ক্লিক করে নামিয়ে নিন।

ইন্সটলেশন প্রসেসঃ

**এবার রিকভারি টা কে phone storage এ রাখুন কোন ফোল্ডার এ রাখবেন না।
**এবার প্লে স্টোর থেকে ফ্লাসিফাই এপ নিন।
**এবার ফ্লাসিফাই এপ এ ঢুকুন। এবার রুট এক্সেস চাইবে তা গ্রান্ট করুন।
**এবার রিকভারি ইমেজ সেকশন এ জান এবার from file. এ যান।

**এবার phliz কে দেখিয়ে দিয়ে ok করুন।
**ইনশাল্লাহ ফ্লাস হয়ে যাবে।

এবার রিকভারি তে রিবুট করে দেখুন। আর অন্য রিকভারি নয় না এবার Phliz. আসবে।

ক্রেডিটঃ

১।Phliz Team Dev.
২।Tecno Devs
৩।মুনতাসির মাহমুদ অমিত (আমি)

ধন্যবাদ আজ এ পর্যন্তই।

যোগাযোগ এর দরকারেঃ

ফেসবুকে আমি

টেক রিলেটেড যেকোনো সমস্যার সমাধান পেতেঃ

জয়েন করুন আমাদের অফিশিয়াল ফেসবুক গ্রুপ