Site icon Trickbd.com

[Root] এবার আপনার ফোনের ডিফাল্ট launcher পরিবর্তন করে যেকোনো launcher কে ডিফাল্ট লাঞ্চার হিসেবে ব্যবহার করুন খুব সহজেই।

Unnamed

আশা করি সবাই ভালো আছেন।
ট্রিকবিডিতে আমার প্রথম পোষ্ট ভুল হলে মাফ করবেন।

কাজের কথাই আসি।
যা যা লাগবে।।
১।আাপনার পছন্দের একটি লাঞ্চার
২। apk editor
৩।link2sd

প্লে স্টোর বা নিচ থেকে এপস দুটি নামিয়ে নিন।

Apk editor apk

link2sd apk

প্রথমে apk editor এপস এ গিয়ে আপনার পছন্দের লাঞ্চার টা সিলেক্ট করুন এবং common edit এ ক্লিক করুন। আমি nova launher টাই সিলেক্ট করলাম।ss দেখুন,,,



তারপর version name change করুন আপনার ফোনের ভারসন অনুযায়ী।। আমার ফোন 4.2.2 তাই সেটা দিলাম।


.
save এবং install করুন।


এবার link2sd এপস এ গিয়ে root permission চাইবে দিয়ে দিন এবং install করা nova launcher এ ক্লিক করুন।
আমি নাম চেন্জ করার কারনে firoz launcher দেখাচ্ছে।


এখন ss দেখে কাজ করুন।

এখন ফোনটা reboot দিন।

আরেকটা কাজ link2sd তে গিয়ে আপনার ফোনের default launcher uninstall করে দিন।

ব্যাস এখন আপনার পছন্দের লান্চারটি ফোনের ডিফাল্ট লাঞ্চার হিসেবে ব্যবহার করুন।

Exit mobile version