Be a Trainer! Share your knowledge.
Home » Android root » [Root] এবার আপনার ফোনের ডিফাল্ট launcher পরিবর্তন করে যেকোনো launcher কে ডিফাল্ট লাঞ্চার হিসেবে ব্যবহার করুন খুব সহজেই।

[Root] এবার আপনার ফোনের ডিফাল্ট launcher পরিবর্তন করে যেকোনো launcher কে ডিফাল্ট লাঞ্চার হিসেবে ব্যবহার করুন খুব সহজেই।

আশা করি সবাই ভালো আছেন।
ট্রিকবিডিতে আমার প্রথম পোষ্ট ভুল হলে মাফ করবেন।

কাজের কথাই আসি।
যা যা লাগবে।।
১।আাপনার পছন্দের একটি লাঞ্চার
২। apk editor
৩।link2sd

প্লে স্টোর বা নিচ থেকে এপস দুটি নামিয়ে নিন।

Apk editor apk

link2sd apk

প্রথমে apk editor এপস এ গিয়ে আপনার পছন্দের লাঞ্চার টা সিলেক্ট করুন এবং common edit এ ক্লিক করুন। আমি nova launher টাই সিলেক্ট করলাম।ss দেখুন,,,



তারপর version name change করুন আপনার ফোনের ভারসন অনুযায়ী।। আমার ফোন 4.2.2 তাই সেটা দিলাম।


.
save এবং install করুন।


এবার link2sd এপস এ গিয়ে root permission চাইবে দিয়ে দিন এবং install করা nova launcher এ ক্লিক করুন।
আমি নাম চেন্জ করার কারনে firoz launcher দেখাচ্ছে।


এখন ss দেখে কাজ করুন।

এখন ফোনটা reboot দিন।

আরেকটা কাজ link2sd তে গিয়ে আপনার ফোনের default launcher uninstall করে দিন।

ব্যাস এখন আপনার পছন্দের লান্চারটি ফোনের ডিফাল্ট লাঞ্চার হিসেবে ব্যবহার করুন।

6 years ago (Dec 21, 2017)

About Author (27)

shahriyer kabir Firoz
author

Invest the now in tomorrow's dream... [Facebook] [messenger]

Trickbd Official Telegram

16 responses to “[Root] এবার আপনার ফোনের ডিফাল্ট launcher পরিবর্তন করে যেকোনো launcher কে ডিফাল্ট লাঞ্চার হিসেবে ব্যবহার করুন খুব সহজেই।”

  1. Sazid Hossen Subscriber says:

    Bro screen shot gula buja jassana amni default font use kora screen shot update dan ata aktu bujta subida hoy

  2. Rakibul Islam Shakib Author says:

    notun author naki vai???

  3. os olid Author says:

    valo post. amar nijer o kaje laglo vai

  4. Morshed Author says:

    পেচার এই হয়

  5. Jillur420 Contributor says:

    ডিফল্ট লান্সার ডিলিট না করে ডিজাবল করুন।

    অনেক সময় ডিফল্ট টার দরকার পরে।

    • firoz kabir Author Post Creator says:

      সেটা করতে পারেন অথবা মেমোরিতে রেখে ডিলিট করলেও হবে

Leave a Reply

Switch To Desktop Version