কিছু কথাঃ
অনেক দিন থেকেই ভাবছিলাম আপনাদের, মানে আপনারা যারা মোবাইলে রুট করতে চান
তাদের এই Root করার বিষয়টি জানাতে চাচ্ছিলাম। কিন্তু Author হতে না পারায় জানাতে পারছিলাম না।
যাইহোক আজ আমি অনেক খুশি। কারন গতকাল আমি ট্রেইনার পদ পেয়েছি।
শুধু কি তাই? না, সাথে পেলাম ট্রিকবিডিতে পোস্ট করে দু’আনা ইনকামের সুযোগ।
তার জন্য এডমিন প্যানেলের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
সেইসাথে ট্রিকবিডির সকলকে জানাই নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা।
এবার কাজের কথায় আসি।
কেনো Kingroot দিয়ে মোবাইল Root করবেন না?
আমি নিজের থেকে মানা করবো কারনঃ আমি Kingroot দিয়ে আমার Walton primo e4+ এ Root করেছিলাম।
বেচারা ফোনটি এখন Dead হয়ে আছে।
এখন আমার কাছে যে মোবাইলটি আছে এটি দিয়ে কোনো ক্ষতিকর App ইন্সটল করতে চাইলে, সেই App টি কি কারনে ক্ষতিকর তা দেখায়।
Kingroot সম্পর্কিত কিছু কথাঃ
×অ্যাপ্লিকেশনটি আপনার ডিভাইস ক্ষতি করতে পারে।
*গোপন চার্জ যোগ করতে পারে।
* আপনার মোবাইল বিলি, বা আপনার ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে।
*এমনকি যদি আপনি এই অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লিকেশন ডেভেলপার এর কথা শুনে থাকেন তবুও এটি অবিশ্বাস্য।
*এই অ্যাপ্লিকেশন ইনস্টল করা খুবই বিপজ্জনক।
আশা করি সবাই বুঝতে পেরেছেন। তবুও কেউ না বুঝলে কমেন্ট করুন।
পরিশেষেঃ আমি ট্রিকবিডিতে পোস্ট করে সেই পোস্টের উপর ভিডিও তৈরি করে দেখানোর জন্য একটি চ্যানেল খুলেছি। আর আমার প্রোফাইল এ দেখুন চারটি নতুন পোস্ট করা আছে। Contributor ছিলাম তাই কেউ দেখতে পারেননি। আর সেখানকার একটি পোস্টে আমার প্রথম আপলোড করা ভিডিও Embed আকারে দিয়েছি। পারলে চ্যানেলটি Subscribe করবেন।