Site icon Trickbd.com

[Root] ?? এইবার আপনার Android ফোনে চার্জ থাকবে দিগুণ। [battery draining problem solved ]

Unnamed

আসসালামু ওয়ালাইকুম । আসা করি সকলে ভালই আছেন!

Android mobile এ বড় এক টা সমসা ব্যাটারি চার্জ নিয়ে এই জন্য এই app টি ব্যবহার করতে পারেন।

প্রথমেই বলি battery calibration কি?

Android mobile এ রুট ফোল্ডার এ ফাইল থাকে battery stats.so নামে।

সেখানে ব্যাটারি কনফিগারেশন দেয়া থাকে। ত মোবাইল সেই data নিয়ে আপনাকে নোটিফিকেশান দেখায়।
অনেক সময় এই ফাইল তা corrupt বা error হতে পারে যার জন্য ব্যাটারি নোটিফিকেশান ভুল দেখাতে পারে।

যেমন-ফুল চার্জ না হওয়া, ভুল রিডিং শো করা, 60%-20% হয়ে যাওয়া ইত্তাদি।

এর সমাধান করতে battery calibrator use করা হয় যা battery stat.so এর error ঠিক করে।


অ্যাপ টি এই লিনক থেকে নামিয়ে নিন তারপর installদিন।

ওপেন করলে এরকম আসবে।



লেখাটি follow করুন।

১।phone 100% charge দিন
২।তারপর calibrate button এ চাপ দিন



৩।successful হলে এরকম লেখা
হয়ে গেল battery calibration আর হা superuser permission চাইলে grany/accept করুন।


কোন সমসসা হলে comment করুন।।।।।।
আর TRICK-BD এর সাথে থাকুন