Site icon Trickbd.com

আপনার ফোনে অ্যাড করুন Navigation Bar(No apps). Edit build.prop সব Android এ কাজ করবে

Unnamed

আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নুরুল ইসলাম।

আজ আমি আপনার দেখাব কীভাবে ফোনে Navigation Bar add করতে হয়।

যদি আগে এই পোষ্ট হয়ে থাকে তাহলে আমাকে মাফ করবেন।
এখনকার অনেক Android এ অবশ্য আগে থেকেই Navigation Bar দেওয়া থাকে। কিন্তু Samsung সহ অনেক Android device এ Navigation Bar থাকেনা। কিন্তু অনেকেরই এই Navigation Bar ব্যবহার করার ইচ্ছা হয়। তাই তারা বিভিন্ন Android apps use করে। কিন্তু আজ আমি আপনাদের কে কোন Apps ছাড়া এটি Enable করে দেখাব। যায় হোক পোষ্ট শুরু করা যাক।

আমার ফোনে দেখুন কোন Navigation Bar নেই।

এখন Navigation Bar যোগ করার পালা।
প্রথমত আপনার Device টি Rooted হতে হবে। (অবশ্য Trickbd র সবার ফোনই প্রায় Rooted)

তারপর আপনাকে, আপনার ফোনের Device/system/buid.prop এ যেতে হবে।
তারপর নিচের মত Edit করেন।

সবচেয়ে নিচে একটি লাইন তৈরি করুন এবং লেখুন
“qemu.hw.mainkeys=0”
এখন Save করুন, আর ফোন Reboot করুন।
আর দেখুন আপানার Navigation Bar add হয়ে গেছে।

Proved:

ঘুরে আসুন আমার Website থেকে
না বুঝলে ভিডিও দেখুন….

ধন্যবাদ