Site icon Trickbd.com

[Mega Post][5.0+][Root]আপনার ফোনের ইমোজি চেঞ্জ করুন একটি এপের মাধ্যমে।

আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন।যারা ভালো নেই তারা আমার পোস্টটি পড়ে সবাই ভালো হয়ে যাবেন।এই পোস্টটির মাধ্যমে আপনারা ইমোজি চেঞ্জ করে নোগাট ইমোজি ব্যবহার করতে পারবেন।এটি শুধু ললিপপ ডিভাইসের জন্যে।তো চলুন শুরু করা যাক।

Requirements:


1.Root Essential:Download
2.Rooted 5.0+ device
3.need mobile data(10-20mb)

Steps:


১.প্রথমে এপটি ডাউনলোড করে ইন্সটল করুন।তারপর ওপেন করে রুট এক্সেস গ্রান্ট করুন।তারপর Interface এ ক্লিক করুন।

২.তারপর emoji changer এ ক্লিক করুন।

৩.তারপর দাগানো জায়গায় ক্লিক করুন।

৪.তারপর পছন্দ মতো যেকোনো ইমোজি সিলেক্ট করুন।আমি গুগল ৭.১ সিলেক্ট করলাম।তারপর সেট বাটনে ক্লিক করুন।

৫.তারপর ok বাটনে ক্লিক করুন।

৬.একটি ৫-৬ এম্বির ফাইল ডাউনলোড হবে তাই ৫ মিনিট অপেক্ষা করুন।ডাউনলোড শেষে ফোন রিবুট নিবে।ফোন অন হওয়ার পর গুগল কিবোর্ড দিয়ে চেক করুন নোগাট ইমোজি আসছে কি না।


কোনো সমস্যা হলে জানাবেন।ফেইসবুকে আমি
ইনশাল্লাহ আরো ট্রিক্স নিয়ে আপনাদের মাঝে হাজির হবো।খোদা হাফেজ।?