সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন।
আজ শিখাব কিভাবে symphony i10 রুট করবেন।
তো এজন্যা আমাদের PC এবং কিছু সফটওয়্যার লাগবে।
NB: ১. আমি নিজে আমার ফ্রেন্ডের ফোন রুট করেছি এই নিয়মে।
২. Rule টা xda থেকে নেয়া এবং ফটো গুগল ও ইউটিউব।
তো প্রথমে সফটওয়্যার গুলো ডাউনলোড করুন।
I10 root aps: Download Zip file
Frist step>>
ডাউনলোড হলে ফাইল Extract করুন। তাহলে নিচের ফাইল গুলো পাবেন।
তো প্রথমে আপনি Supuer su zip ফাইল টা আপনার i10 এর ফোন মেমোরি তে রাখুন।
Next step
>>
এখন Driver এ গিয়ে
৩২ বা ৬৪ বিট এর সফটওয়্যার ইন্সটল দিন।
ইন্সটল হলে Warning দিতে পারে আপনি Install anyway দিবেন।
এখন i10 এর জন্য Vcom drive intall দিব,,,, স্ক্রিনশট অঅনুযায়ী ইন্সটল দিন।
Add lagecy hardware এ ক্লিক করলে window. আসলে Next korben যতক্ষন না নিচের অপশন আসে
Then next, Next
ইন্সটল হলে SP flash tool এ যান, সেখানে অনেক ফাইল পাবেন। তো আপনি icon যুক্ত flash tool টায় ক্লিক করে ইন্সটল দিন এবং ওপেন করুন।
>এখন নিচের মত করে নিন
ডাউনলোড এ ক্লিক করে,
এখন আপনার ফোন থেকে ব্যাটারি খুলে পিসিতে কানেক্ট করুন।
দেখুন ডাউনলোড শুরু হবে। ডাউনলোড হলে Ok sing দেখতে পাবেন।
Third step>>
এখন ব্যাটারি লাগিয়ে Power+ volume up বাটন চেপে ধরুন।
কাস্টম রিকভারি মোড এ চলে যাবে। কিন্তু টাচ কাজ করবে না। তাই আপনি OTG cable লাগিয়ে মাউস দিয়ে কাজ করবেন।
.
.
.
Happy Rooting i10……না বুঝলে কমেন্ট করুন।
ধন্যাবাদ, সাথে থাকার জন্য।