Site icon Trickbd.com

[Tutorial] যেকোনো Spreadtrum ফোনের জন্য TWRP রিকভারি বানিয়ে নিন খুব সহজে।

Unnamed

আজ আমরা শিখব কিভাবে যেকোনো ললিপপ ও মার্শম্যালো ফোনের জন্য TWRP Recovery কম্পাইল বা তৈরি করতে হয়।

আসলে আজকে শুধুমাত্র Spreadtrum চিপসেটের ডিভাইসের জন্যই TWRP বিল্ড করব। অন্যান্য চিপসেটের গুলো পরবর্তীতে শেয়ার করা হবে। 


TWRP কেন প্রয়োজন? 

## যারা অলরেডি রুট সম্বন্ধে ভালোভাবে জানেন তাদের নতুন করে আর বলার নেই যে TWRP  রিকভারি ঠিক কতটা জরুরি। তবে নতুন ইউজার রা শুধু এইটুকু জেনে রাখুন রুট করার জন্য আর রুট করার পর দুই অবস্থাতেই TWRP নামক রিকভারি অনেক কাজে দিবে।


আপনার ফোনটি Spreadtrum চিপসেটের কিনা কিভাবে বুঝবেন? 

## এ৳া ইজি কাজ। CpuZ এপ দিয়ে দেখতে পারেন। আপনার ফোনের স্টক রম Spd হলে আর চিপসেট SC7731/SC8830/SC9830 হলেই আপনার ফোন Spreadtrum.


যা যা লাগবেঃ

## TWRP v3.0.2  (Lolipop)

## TWRP v3.0.2 (Marshmallow)

## উইন্ডোজ পিসি বা ল্যাপটপ

## Carliv Image Kitchen (Download 32Bit | Download 64Bit)

## NotePad++ (Download 32Bit|64Bit)

## ফোনের স্টক রিকভারি। (স্টক ফার্মওয়ার বা ফ্লাশ ফাইলে পাবেন – গুগলে খুঁজুন।)

## আপনার মাথা আর ব্রেইন।


আসুন কাজে নেমে পড়িঃ

## প্রথমে আপনার ফোনের এন্ড্রয়েড ভার্সন অনুযায়ী TWRP ফাইলটি নামান। Lolipop হলো ৫.০ থেকে ৫.১.২ পর্যন্ত যেকোনো। মার্শম্যালো ৬.০+

## পিসিতে দুটা ফোল্ডার বানান। STOCK এবং PORT।

## ফোল্ডার দুটিতেই Carliv Image Kitchen এর ভিতরকার সবকিছু এক্সট্রাক্ট করে রাখুন।

## এবার একে একে PORT ও STOCK উভয় ফোল্ডার এর ভিতরের Recovery Resource নামক ফোল্ডারে ডাউনলোডকৃত TWRP এবং স্টক রিকভারি রাখি।
* PORT/Recovery Resource/recovery.img – TWRP কে recovery.img নামে রিনেম করলে ভালো হয়।

## এবার দুটো ফোল্ডারের Carliv.bat
নামক ফাইল রান করি।

## উইন্ডো আসবে “R” চাপুন কিবোর্ড থেকে। এন্টার দিন।

## এরপর 1 চেপে এন্টার দিন।

## UnPack শুরু হবে। শেষ হলে উইন্ডো Close করুন।

## এভাবে STOCK আর PORT দুই ফোল্ডারের রিকভারি আনপ্যাক করুন। ফোল্ডার দুটিতে recovery নামক নতুন ফোল্ডার তৈরি হবে।

## এবার STOCK/recovery ফোল্ডার এর নিচের ফাইলগুলো কপি করে Port/recovery এর ফাইলগুলোর সাথে রিপ্লেস করুন।

________________________________

– recovery.img-base
– recovery.img-cmdline
– recovery.img-dt
– recovery.img-kernel
– recovery.img-kernel_offset
– recovery.img-pagesize
– recovery.img_offset
– recovery.img-compress
– recovery.img-tags_offset

________________________________

## এবার Ramdisk/etc ফোল্ডারে যান এবং recovery.fstab ফাইলটি Notepad++ দিয়ে খুলুন।
দুই ট্যাবে Stock আর Port উভয়েরই এই ফাইল নোটপ্যাডে খুলুন।

## System/ Data/ Cache এই তিন লাইনের দুটোর মধ্য কোনো অমিল আছে কিনা খুজে বের করুন। অমিল থাকলে স্টকের টা পোর্টে রিপ্লেস করুন।

## ফাইল দুটি Save করুন।

## এবার শুধু PORT ফোল্ডারটিতে আবার Carliv.bat রান করুন এবং 2 এন্টার দিন।

## নতুন recovery.img তৈরি হবে।

## ব্যাস হয়ে গেল আপনার ফোনের জন্য TWRP রিকভারি তৈরি।

**** বিঃদ্রঃ ভিডিও দিয়ে দিয়েছি তাই অহেতুক স্ক্রিনশট দেওয়ার প্রয়োজন মনে করলাম না। আর আমি যেভাবে লিখেছি তাতে স্ক্রিনশটের প্রয়োজনও নেই।

## আপনি চাইলে এ কাজগুলো মোবাইলের Android Image Kitchen Apk দিয়ে করতে পারেন। তবে এক্ষেত্রে সফল হওয়ার সম্ভাবনা কম।


ভিডিওঃ TWRP তৈরি Spreadtrum


☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺

Credit: Riadrox
Facebook: MySelf Riadrox