আসসালামু আলাইকুম।।
অনেক দিন পর লিখতে বসলাম।।
আজ আপনাদের সাথে শেয়ার করবো,
কি ভাবে আপনার মোবাইলে Samsung এর ইমুজি ব্যাবহার করবেন।।
যদি না বুঝেন ইমুজি কি???
তাইলে এক্সাম্পল হিসাবে কিছু ইমুজি দিলাম।।
(??????)
এই টিউটোরিয়াল টা মূলত এডভান্স ইউজার দের জন্য।।
যে জিনিস গুলো অবশ্যই লাগবেঃ
- রুটেড মোবাইল
- Samsung ইমুজি ফাইল।
- Root Explore.Apk
বিশেষ দ্রষ্টব্যঃ উল্টা পাল্টা কাজ করে মোবাইলের ক্ষতি করলে আমি বা ট্রিকবিডি দায়ি নয়।[
ডেমু দেখে নিনঃ
আমার মোবাইলের পূর্বের ইমুজিঃ
বর্তমান ইমুজিঃ
প্রয়োজনীয় লিংকঃ
1) Samsing Emoji File.ttf [Google Drive]
2) IOS 11.1 Emoji.Zip [Google Drive]
3) Root Explore [PlayStore Link]
3) Root Explore [Google Drive]
কাজের ধাপঃ
- প্রথমে Root Explore টা ইন্সটল করুন। এরপএ ওপেন করুন।। রুট পারমিশন চাইলে পারমিশন দিন। এরপর রুট টেব থেকে System ফোল্ডার ওপেন করুন।।
- এরপর Font ফোল্ডার ওপেন করুন।।
- এরপর NotoColorEmoji.ttf এমন একটা ফাইল দেখতে পাবেন। ওটা কিছুক্ষন টিপে ধরে রাখুন। এরপর উপরে 3DoT এ ক্লিক করুন।
- এরপর রিনেম এ ক্লিক করুন।। এবং NotoColorEmoji.ttf এই টিকে রিনেম করে NotoColorEmoji4.ttf করে দিন।
(এটা শুধু মাত্র আপনার আগের ইমুজি ফাইল বেকআপ রাখার জন্য। যাতে করে পরে আবার আগের ইমুজি তে ফিরে যওয়া যায়। আপনি চাইলে রিনেম না করে মুভ করে অন্য একটা ফোল্ডারে রাখতে পারেন।)
- এরপর প্লাস আইকন এ ক্লিক করুন।
- ডাওনলোড করা ফাইলটা যেখানে রেখেছেন সেখানে প্রবেশ করুন।
- এরপর ডাওনলোড করা ফাইল টিকে কাট অথবা কপি করে ওই Font নামের ফোল্ডার টাই পেষ্ট করুন.
- পেষ্ট করা হলে ঐ ফাইল টাকে কিছুক্ষন টেপ করে রাখুন।। এরপর 3DoT এ ক্লিক করে permissions এ ক্লিক করুন।
- এরপর নিচের স্ক্রিনশট এর মত সেটিং করে নিন। এনং Ok তে ক্লিক করুন।
[NB: Local Stroge Tab= Phone Memory ; External SD Card Tab= Memory Card]
Congratulation আপনার কাজ শেষ।। এবার আপনার মোবাইল টি একবার রিবুট দিন। আর দেখুন ইমুজি চেঞ্জেড।।???
সতর্কতাঃ
অবশ্যই অবশ্যই অবশ্যই আপনার নিজ দায়িত্বে কাজ করবেন।।
কাজের আগে একবার বেকআপ নিয়ে রাখবেন।।
ধন্যবাদ কষ্ট করে এতক্ষন পোষ্ট টা পাড়ার জন্য।।
সম্পূর্ন নিজের ভাষায় লিখা পোষ্ট।।
কপি করলে ক্রেডিট দিবেন।।
বিশেষ ধন্যবাদ জানায়ঃ
১) Riad Rox ভাইয়া কে উনার সাইটে করা টিউটোরিয়াল থেকে আমি ধারনা নিয়েছি।।
২) XDA Developer দের।। Samsung ইমুজি ফাইলের জন্য।
সবাই ভালো থাকবেন।।
ইন্সাল্লাহ অন্য কোন পোষ্ট নিয়ে আবার হাজির হবো। ধন্যবাদ।।?