Site icon Trickbd.com

এখনই নিয়ে নিন walton primo GH5 plus ফোনের জন্য CWM custom recovery image. সাথে থাকছে সম্পুর্ন ফ্ল্যাশ করার নিয়ম।

Unnamed

আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন।

আজকে আপনাদের সাথে একটা সুন্দর কাজ শেয়ার করবো।

টাইটেল দেখেই হয়তো বুঝে গেছেন সবাই।

যারা জানেন তাদের থেকে আরো সহযোগিতা চাই।আর যারা জানেনা তাদের জানাতে চাই।

এখন কাজের কথায় আসি।

কিছু কথা:

আপনারা এখনো যারা মোবাইল রুট করার পর ফোনে কাস্টম রিকোভারী ফ্ল্যাশ করেন নি।তারা যত তারাতারি সম্ভব কাস্টম রিকোভারী করে নিন।
আর না করলে আপনি ফোন টি চালাতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন।
আমি নিজেই অনেক সমস্যায় পরেছিলাম।
আমি রিকোভারী করার পর সমস্যা গুলো আর পাচ্ছিনা।
তো আমি আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি আমার ফোনের জন্য CWM RECOVERY
ফ্ল্যাশ করার নিয়ম সহ।

আমার ফোন
walton primo GH5 plus
5.1-lollipop
mt6580
kernel-3.10.72

এখানে আমি পর্যাপ্ত পরিমান স্কিনসর্ট দিয়েছি।

তবুও না বুঝতে পারলে পোষ্টে কমেন্ট করবেন। বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো।

আমি ট্রিকবিডির হয়ে সারাক্ষণ আপনাদের পাশেই আছি ও থাকবো।
আশা করি সবাই ভালো ভাবেই বুঝতে পারবেন।

তো প্রথমে:


walton primo GH5 plus ফোনের জন্য CWM RECOVERY টি ডাউনলোড করতে Google Drive এ যান।
ডাউনলোড করার পর ফাইলটি দেখে নিশ্চিত হোন।

এই কাজটি করার জন্য আপনার এসডি কার্ডে /ফোন ম্যামোরীতে অবস্যই ২থেকে ৬জিবি খালি রাখবেন।
তারপর আমার ফোনের নিয়ম অনুযায়ী
Flashifyএ্যাপস টিতে যাবেন।
বি:দ্র:—এই এ্যাপস টি প্লে স্টোরেই পাবেন।

তারপর নিচের মত আসলে
Accept করে দিবেন।

রুট চেক করবে।

তারপর নিচের মত আসলে Allow করে দিন।

তারপর এই রকম আসলে দেখানো যায়গায় যান।

তারপর দেখানো যায়গায় গিয়ে রিকোভারী ফাইলটি সিলেক্ট করেন।

আপনি যেখানে রেখেছেন।

এই রকম ভাবে

তারপর এই রকম আসলে
দেখানো যায়গায় ক্লিক করুন।

ফ্ল্যাশ হতে থাকলে

একটু অপেক্ষা করুন।
ভয় পাবেন না।
তারপর কমপ্লিট হলে দেখানো যায়গায় ক্লিক করে ফোন রিবুট করুন।

নিচের মত আসলে ছবিতে দেখানো যায়গায় মানে backup/restore এ যান।

তারপর আপনাকে ব্যাকাপ করার জন্য মেমোরী সিলেক্ট করতে
বলবে।

আপনি এসডি কার্ড বা ফোন ম্যামোরী যেটাতে রাখবেন।সেটা সিলেক্ট করে দিলেই ব্যাকাপ নেওয়া শুরু হবে।
তারপরেই অপেক্ষার পালা।
প্রায় ১৫/২০ মিনিট অপেক্ষার পর ব্যাকাপ কমপ্লিট লেখা আসবে।
তারপর আপনাকে আগের মত অপশনে ফোন রিবুট করতে বলবে।
reboot phone এ ক্লিক করলে No আর Yes অপশন আসলে No অপশনে ক্লিক করে অপেক্ষা করতে হবে।ফোন চালু হতে সময় নিতে পারে।
ফোন চালু হলে আপনার ম্যামোরীতে গিয়ে দেখবেন
clockworkmod নামে

একটা ফোল্ডার।দেখবেন সেখানেই আপনার স্টক রোমের ব্যাকাপ জমা হয়ে আছে।
আমার টা দেখুন ৫ জিবি।

এই ফাইল কিন্তু আপনার ভালো কোন যায়গায় ব্যাকাপ করে রাখা দরকার। আর এই টার মাধমেই আপনার ফোনে কোন সমস্যা হলে রিস্টর করে আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব।

[বি:দ্র:=এই কাজের জন্য নেট কানেকশন অন রাখলে ভাল হবে]

এই ভাবে আপনারা কাজটি করবেন।
আশা করি আপনাদের বিষয়টি ভালভাবে বোঝাতে পেরেছি।

ভুল হলে ক্ষমা করবেন ও ভুল দেখিয়ে দিবেন।

আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
আর ট্রিকবিডির সাথে থেকে অনেক কিছু জানুন।