Site icon Trickbd.com

[Root] Micro Gapps কি? কেন এবং কিভাবে Micro Gapps ব্যবহার করবেন এবং Google Play Service এর যন্ত্রণা থেকে মুক্তি পাবেন।

Unnamed

এন্ড্রোয়েড ফোন গুগল এপস ছাড়া কি মানায়? না একদমই না। কিন্তু যাদের ফোনে এই গুগল এপস গুলোই অনেক সমস্যার প্রধান কারণ হয়ে দাঁড়ায়, তারা কি করবেন?

আমরা সাধারণত যারা রুটেড ইউজার (Root User), Gapps ইউস করি না। কারণ, একটি ফোনের শতকরা ৪০-৬০% Ram এই Gapps ই ব্যবহার করে থাকে। আর ফোন স্লো হওয়া আর ফোন মেমরির বিরাট অংশ দখল করে নেওয়া Gapps এর এই ঝামেলা থেকে রেহাই পাওয়া মুশকিলও বটে। কারণ, কতই আর বুস্ট ইউস করবেন!?

আজ Micro Gapps নিয়ে একটা বিশদ পোস্ট করতে যাচ্ছি, আশা করি সবার উপকারে আসবে।

Micro Gapps কি? 

Micro বলতে ক্ষুদ্র বোঝায় আর Gapps মূলত Google Apps. এর অর্থ গুগলের তৈরি Service এপস যেমন, Google Play Store, Play Service, Google Service Framework, Google Backup Transport, Google Calender & Contact Sync, Google Login Service etc.

Micro Gapps এর কাজ কি?

আমরা সবাই জানি, গুগলের এপসগুলো আমাদের ফোনের বারোটা বাজিয়ে দেয়।শুধু Google Play service একাই অর্ধেকের বেশি Ram খেয়ে নেয় আর Storage ব্যবহার করে ১০০+ এমবি। যাদের Ram ৫১২ এমবি বা তার কম তারা তো এই এপের কারনে গেমিং করেও শান্তি পাননা।

তাই অনেকেই এটা ডিজেবল করে রাখেন। কিন্তু Micro Gapps এর Service GMSCore এপটি ব্যাকগ্রাউন্ডে র্য্যাম খায় না বললেই চলে, আর বেশি হলে ৪-৫ এমবি খায় ওপেন অবস্থায়। আর এটি মূল Play service এর মত বারবার আপডেটও নিবে না  ✌?।

আমার ফোনেঃ

যা যা লাগবেঃ

## Rooted এন্ড্রয়েড ফোন।

## Xposed Framework ইনস্টল্ড (Must)

1. For Lolipop+Marshmallow+Naugat+Oreo (Xposed Installer)

2. For Ics+GB+Jellybean+Kitkat (Xposed Installer)

## 6-7 এমবি ডাটা (মাত্র) ?

যেভাবে ইনস্টল করবেনঃ

## প্রথমে যেকোনো রুট ফাইল মেনেজার (MiXplorer) দিয়ে System/app বা System/priv-app এর ভিতরের নিচের ফাইল গুলো ডিলিট করে দিন। অথবা, Move করে Sdcard এ ব্যাকআপ হিসেবে রেখে দিন।

Google Login Service.apk
Google Play Service.apk
Google Service Framework.apk

## এরপর Xposed Framework ইনস্টল করে নিন যদি না করা থাকে। এবং Fake Gapps এপটি ইনস্টল করে Xposed এ একটিভ করে রিবুট করুন।

## এবার নিচের তিনটি এপস একের পর এক ইনস্টল করতে থাকুন।

1. droidguardv4.apk
2.com.google.android.gsf.apk
3.com.google.android.gms.apk

## সব ইনস্টল শেষ হলে Launcher থেকে microG Settings ওপেন করুন।
## Background Settings এর দুটাই Enable করুন।

## এবার Self Check এ গিয়ে দেখুন, Unified Nip এর বক্সগুলো বাদে সবগুলোতে টিক চিহ্ন আছে কি না!

## যদি থাকে তাহলে Micro Gapps ইনস্টল Successful!

## এবার প্লে স্টোরে ঢুকে গুগল একাউন্ট টি যুক্ত করুন।

## কাজ শেষ। ধুমছে ফুল স্পিডে ফোন চালান।

############################################

ধন্যবাদ।

??❤????⏰???⚽?⚾????✈??????????????????

## by Riadrox

Email: riadrox@gmail.com

Facebookfb/myself.riadrox

Exit mobile version