Site icon Trickbd.com

[Root][Update][Fixed] নতুন Micro Gapps ইনস্টল করুন সকল ফোনে + Flashable Zip + সকল সমস্যার সমাধান

Unnamed

গত পোস্টে আমি MicroGapps ইনস্টলের উপায় দিয়ে দিয়েছিলাম। অনেকেই সফল হয়েছিলেন আবার অনেকেই সফল হননি। কেউ কেউ System এপ রিমুভ করতে গিয়ে ঝামেলা বাঁধিয়েছেন। এটা খুবই লজ্জার ব্যাপার। আপনি রুট ইউজার হয়েও সিস্টেম থেকে এপ রিমুভ করতে জানেনা এটা মানতে পারা মুশকিল্।

সে যাই হোক! হয়ত নতুন নতুন রুট ইউজারগণ আমার কথাগুলো হয়ত বুঝতে পারেননি। ইটস্ ওকে। সেজন্যই আজ নতুন উপায়ে নতুন Micro Gapps প্যাকেজ ইনস্টলের পদ্ধতি বলে দিব।

? Micro Gapps কি? এ নিয়ে জানার থাকলে গত পোস্টটি একনজর দেখে আসুন।

যারা ললিপপ, মার্শমেলো নোগাট এবং ওরিও ইউজারঃ (For Lolipop+Naugat+Marshmallow+Oreo)

(Also Support: CM12.1, CM13, CM14, Lolipop কার্নেল কাস্টম রমস্)

## প্রথমে Xposed Installer 3.1.5 ইনস্টল করে নিন।(যদি না করা থাকে বা এ সম্পর্কে না জানলে ট্রিকবিডিতে সার্চ করে দেখে নিন কিভাবে ইনস্টল করতে হয়)

## FakeGapps ইনস্টল করে Xposed এ একটিভ করে রিবুট দিন।

## এবার Flashable-Micro-Gapps-Stable.Zip ডাউনলোড করে SDcard এ রাখুন। 

## রিকভারি মেনুতে যান। (Twrp/Philz)

## Flashable-Micro-Gapps-Stable.Zip ফাইলটি ফ্লাশ করুন। ✌?

## রিবুট হলে প্লেস্টোরে ঢুকে আপনার আইডিতে লগিন করুন।

## প্লেস্টোর সেটিংস থেকে Apps Auto Update Turn Off করুন। আর Google Play Service এর Beta Tester হলে Opt-out করুন। তাহলে অটো আপডেট হবে না।

## MicroG Settings এ গিয়ে নিচের মতো Enable করে নিন।

## Done! Enjoy! ?

যারা আইসক্রিম স্যান্ডউইচ+জিনজারব্রেড+জেলিবিন+কিটক্যাট ইউজারঃ (For ICS+GB+JB+KK)

## প্রথমে Xposed Installer v33 ইনস্টল করে নিন। (যদি না করা থাকে)

## FakeGapps ইনস্টল করে Xposed এ একটিভ করে রিবুট দিন।

## এবার Flashable-Micro-Gapps-Stable.Zip ডাউনলোড করে Extract করুন। (Mixplorer Recommended)

## নিচের ছবির দাগ দেওয়া ফোল্ডারের ভিতর কার এপগুলো ইন্সটল করতে থাকুন (One by One)

## ইনস্টল কমপ্লিট হলে MixPlorer এর App সেকশনে যান। 

 

## এবার নিচের গুগল এপগুলো আনইনস্টল করুনঃ
(দুই একটা খুজে না পেলে সমস্যা নাই)

Google Login Service.apk
Google Backup Transport.apk
Google One Time init.apk
Google Partner Setup.apk

আনইনস্টল করতে নিচের স্ক্রিনশটে দেখানো নিয়ম ফলো করুন।

## ফোন রিবুট দিন।

## MicroG Settings এ গিয়ে নিচের মতো Enable করে নিন।

## প্লেস্টোর সেটিংস থেকে Apps Auto Update Turn Off করুন। আর Google Play Service এর Beta Tester হলে Opt-out করুন। তাহলে অটো আপডেট হবে না।

## Done! Enjoy! ??

বিঃদ্রঃ যারা গতকাল ট্রাই করেছেন তারা আবার ট্রাই করুন। কারণ এটা নতুন ভার্সন। আর ১০০% Safe. Play service আর অটো আপডেট হবে না। সাথে আপনার ফোনে Google Cloud Messeging + Push Notification সাপোর্ট আনতে পারবেন যা Android ভার্সন আপগ্রেড ছাড়া সম্ভব ছিলো না। ?

############################################

ধন্যবাদ।

??❤????⏰???⚽?⚾????✈??????????????????

## by Riadrox

Email: riadrox@gmail.com

Facebookfb/myself.riadrox