Site icon Trickbd.com

[Mt6572][4.4.x][kk] TWRP Latest v3.2.1-0 Build ইনস্টল করুন আপনার কিটক্যাট ফোনে। (Crossported 12mb » 6mb)

Unnamed

TWRP হলো একটি কাস্টম রিকভারি। এর পূর্ণরূপ Team Win Recovery Project. TWRP Recovery ফোনের মডেল বেজড পাওয়া একদম মুশকিল। তাই এই রিকভারি বেশিরভাগক্ষেত্রে অন্য ফোন থেকে কম্পাইল করেই চালানো হয় ।

Officially Twrp এর লেটেস্ট আপডেট শুধু গুটিকয়েক ফোনের জন্যই বের হয়। তা Twrp এপ এবং এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যায়। বাকি সব ফোনের Twrp, এমনকি আপনি যে Twrp বর্তমানে চালাচ্ছেন সেটাও কোনো না কোনো ফোন থেকে কম্পাইল বা অটোপোর্ট করা। সে যতই লেখা থাক Twrp for Symphony v85/Walton ব্লা ব্লা ব্লা…..

আমিও আমার লাভা ফোনে লেনোভোর Twrp ব্যবহার করছি। আগে সিম্ফনিরটা করতাম।

তাই যারা, “ভাই Symphony (model) এর Twrp টা প্লিজ দেন” বলে চিল্লান তারা দয়া করে আপনার ফোনের চিপসেটের সাথে মিল আছে এমন অন্য ফোনের Twrp আপনার ফোনে পোর্ট করে চালাবেন।

Review: Twrp Recovery 3.2.1-0 Mt6572 kk

Recovery size: 6mb
Recovery Name: TWRP

Recovery Version: v3.2.1-0 (Latest)

Recovery Re-Build: 20180501

Recovery Chipset/Board: Mt6572

Recovery Buildkey: (hidden)

Recovery Compression: default

Rebuild Credit: Riadrox

What’s New in this Rebuild?

## Reduced Extra res

## Removed All languages except English

## All Custom theme Support

## Updated Compression Level

## Crossported from Mt6582 JonyLiv

Screenshot:


Download:

## Twrp-mt6572-kk-3.2.1-0.img

আপনার ফোনের জন্য Porting এবং ইনস্টলঃ

আপনার ফোন যদি কিটক্যাট (Kitkat Mt6572) চিপসেটের হয় তবেই এই লেটেস্ট বিল্ড টি ব্যবহার করতে পারবেন। তবে, এজন্য আপনার ফোনের জন্য রিকভারি পোর্ট করে নিতে হবে।

? দেখুনঃ [Tutorial][Root+Noroot] খুব সহজেই মোবাইল দিয়েই কার্যকরীভাবে Boot ও Recovery img পোর্ট করা শিখে নিন। (Normal Porting)

আর পোর্ট করার পর ইনস্টলের ক্ষেত্রে, যদি আপনার ফোন রুটেড হয় তাহলে MobileUncle Tools দিয়েই রিকভারি ইনস্টল করতে পারবেন।

? দেখুনঃ [Update][Tutorial]আসুন আপনাদের ফোনের (CWM/TWRP) কাস্টম রিকভারি ইমস্টল করা শিখাই by Riadrox

আপনার ফোন রুটেড না হলে পিসি দিয়ে Spflashtool অথবা Adb দিয়ে Recovery টি ফ্লাশ করতে পারবেন।

বিঃদ্রঃ ভুলভাবে পোর্ট করলে এবং ভুল রিকভারি ইনস্টল করলে রিকভারি মোড ওপেন না হওয়া কিংবা মোবাইলে Imei চলে যাওয়া ইত্যাদি সমস্যা হতে পারে। তাই আমার দেখানো নিয়ম অনুযায়ী পোর্ট করবেন। ✌

############################################

ধন্যবাদ।

??❤????⏰???⚽?⚾????✈??????????????????

## by Riadrox

Email: riadrox@gmail.com

Facebookfb/myself.riadrox

Exit mobile version