Site icon Trickbd.com

[Xposed] কিছু দরকারি xposed মডিউল ও রিভিউ এবং ডাউনলোড লিংক

Unnamed

[Xposed] কিছু দরকারি xposed মডিউল ও রিভিউ এবং ডাউনলোড লিংক

সবাই কেমন আছেন?
আশা করি ভালোই আছেন।
আজ আমি আপনাদের সাথে কিছু দরকারি xposed মডিউল শেয়ার করব।
[I am using]

তো শুরু করা যাক::

Ad Blocked Reborn: আপনার এন্ড্রয়েড ফোনে যে পপ আপ এড শো করে, সেগুলা বন্ধ করে দিবে চিরতরে।

Auto Installer: এই মডিউল আপনার ফোন কোন এপ্স ইন্সটল করতে পারমিশন চাইবে না।

Gravity Box: এটার ব্যবহার সব থেকে বেশি। এটা দ্বারা নোটিফিকেশন বার চেঞ্জ, বাটারি কালার স্টাইল চেঞ্জ, শর্টকাট মেনু তৈরি, ইত্যাদি। Gravity Box full পোষ্ট দেখুন

Xblast And Flat notification bar: এগুলো গ্রফিটি বক্স এর মতোই কাজ করে। ডাউনলোড করে নিতে পারেন।

Greenify pro:
এটা সবাই কম বেশি চেনে। এটা দিয়ে এপ্স হাইব্রেট করে, এবং ব্যাকগ্রাউন্ড এ চলা বন্ধ করে, ফলে চার্জ বেশি থাকে।

Download2SD:
অনেক ফোনে ব্রাউজার সরাসরি ফোন স্টোরেজ রিড করে। তাই যে কোন ব্রাউজার এর ডিফল্ট ডাউনলোড লোকেশন SD card দিতে পারবেন এই মডিউল দ্বারা।

Photo2SD:
ললিপপ বা অনেম ভার্সন এ ফটো ফোন মেমরিতে সেভ হয়, কোন সেটিং থাকে না SD card সিলেক্ট করার, কিন্তু এটা ইনস্টল করলে অটোমেটিক এসডি কার্ডে সেভ জবে।

Obb on SD:
যাদের ফোন মেমরি কম কিতু গেম খেলতে বেশি পছন্দ করেন তারা এটা ব্যবহার করতে পারেন। এটা SD card থেকে obb ফাইল রিড করে।

Call blacklist :
এটা বুঝতেই পারছেন কাজ কি? কল ও sms ব্লক কর।

Youtube Adway: ইউটিউব এ ভিডিও প্লে করলে যে এডস দেখায় সেটা বন্ধ করবে এই মডিউল।

Youtybe background: ইউটিউব চলা কালে কোন গান প্লে করে হোম বাটন এ ক্লিক করলে ইউটিউব ব্যাকগ্রাউন্ড এ চলবে।

ধন্যবাদ, আশা করি ভাল লাগবে।
প্রবলেম হলে জানাবেন।