Twrp রিকভারি বেশিরভাগ রুটেড এন্ড্রয়েড ব্যবহারকারীর প্রথম পছন্দ। কারণ একমাত্র এই রিকভারিতেই পাবেন অন্যান্য রিকভারি থেকে বেশি সুবিধা এবং অসংখ্য ডিভাইসে বাগ ছাড়াই ব্যবহার করার সুবিধা।
## Twrp রিকভারির আর একটি সুবিধা হলো এতে থিমিং করতে পারবেন। বিভিন্ন ধরনের কাস্টম থিম এতে ইনস্টল করে চালাতে পারবেন।
## তাই আজ একটি থিম শেয়ার করছি যা একটি গ্রুপের Modded Twrp Recovery থেকে Extract করে নিয়েছি।
Theme Name: Spiderman v3.2.1.X
Screenshot:
Download:
Twrp Spiderman Theme for v3.2.1 0.zip
How to Install?
## Zip ফাইলটা ডাউনলোড করে Sdcard এ রেখে দিন।
## এবার রিকভারি মোডে গিয়ে Install করুন। ✌
আগের অবস্থায় ফিরে আসবেন যেভাবে?
## Recovery মোড থেকে FileManager এ যান, তারপর Internal Memory বা Sdcard এর “TWRP” ফোল্ডারে theme নামক ফোল্ডার ডিলিট করে দিন।
## Reload Theme দিন। ?
থিম টেক্সট, By Riadrox, ছবি ইডিট করবেন যেভাবে?
## Zip ফাইল Extract করে ui.xml এবং splash.xml গুলো টেক্স্ট ইডিটর দিয়ে ইডিট করবেন।
## পুনরায় জিপ করে আবার ফ্লাশ করতে পারবেন।
যেভাবে যেকোনো TWRP রিকভারি থেকে স্ক্রিনশট নিবেনঃ
## Power Button আর Volume Down বাটন একসাথে চেপে ধরবেন।
## ?✌
############################################
ধন্যবাদ।
??❤????⏰???⚽?⚾????✈??????????????????
## by Riadrox
Email: riadrox@gmail.com
Facebook: fb/myself.riadrox