প্রথমেই আমার সালাম নিবেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি।
এখন আর আগের মত পোস্ট করার সময় পাই না,,সমই পেলেই আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করার চেস্টা করি।
অনেক দিন চেস্টার পর সার্থক হলাম Symphony P8 Pro রুট করতে,অনেক চেস্টার পর।আজকে আমি দেখাব কিভাবে আপনি কাস্টম রিকবেরি ছাড়াই আপনার মোবাইল রুট করবেন কোন প্রকার রুট ছাড়া,আমি যেই পদ্ধতি দেখাব এই পদ্ধতি ইন্টারনেটে নাই বললেই চলে।
এই পদ্ধতিতে আপনি Android 6.0+ থেকে Android P 9.0 পর্যন্ত রুট করতে পারবেন,কোন প্রকার রিস্ক ছাড়াই।
যা যা লাগবে!
1=Pc
2=Minimal Adb And Fastboot.zip
3=Magisk Manager Latest.apk
4=Stock Boot…
P8 Pro এবং সকল ইউজারদের জন্য আমি একটি ই মেথড দিবো যেটা দিয়ে P8 Pro সহ সবাই রুট করতে পারবেন।এর জন্য আপনার উপরের সব গুলি ফাইল লাগবে।
যদি আপনার কাছে স্টক বুট না থাকে তাহলে আপনি আপনার মোবাইলের Firmware নেট থেকে ডাউনলোড করুন।
এর জন্য আপনি নিচের ওয়েবসাইটে আপনার Firmware টা পেতে পারেন অথবা অন্য কোন ওয়েবসাইটে পাবেন নিশ্চয় এর জন্য আপনাকে গুগল এ সার্চ করতে হবে।
Firmwarefile.com
আর বাকি ফাইল গুলা উপর থেকে ডাউনলোড করে নিবেন।পিসিতে অবশ্যই Driver ইন্সটল করা থাকতে হবে।
প্রথমে আমরা স্টক বুট ইমেজ টা Patched করব!
Magisk Manager এপ টা ইন্সটল করুন
বুট ইমেজ টা যে কোন একটা ফোল্ডার এ রাখুন অথবা ফোল্ডার ছাড়া।
নিচের মত Install এ ক্লিক করুন
আবারো Install এ ক্লিক করুন
এখন Patch Boot Image File এ ক্লিক করুন
তখন স্টক বুট ইমেজ ফাইল টা সিলেক্ট করুন দেখুন উপর থেকে Magisk Manager.zip ডাউনলোড হচ্ছে ৫ এম্বির মত লাগবে অপেক্ষা করুন যতক্ষন না পর্যন্ত ডাউনলোড শেষ হয়।
শেষ হলে Boot Patching শরু হয়ে যাবে!
অপেক্ষা করুন।
বুট ইমেজ টা Patched হয়ে গেল।
Storage>Internal Storage>Magisk Manager এ Patched boot.img টা পাবেন।
এখন আমরা Patched Boot.img টা ইন্সটল করব করলেই রুট হয়ে যাবে।
প্রথমে আপনি Minimal Adb And Fastboot এপ টা আপনার পিসিতে ইন্সটল করুন।
patched_boot.img ফাইল টা আপনার পিসির Program Files(×86)>Minimal adb fastboot Folder এ রাখুন।
তারপর Minimal Fastboot এপ টা ওপেন করুন তারপর আপনার মোবাইল পিসির সাথে কেনেক্ট করুন ইউ এস বি কেবল দিয়ে।
Type করুন adb devices Enter চাপুন,মোবাইলে একটা পারমিশন যাবে Allow করে দিন।
তারপর Type করুন adb reboot bootloader Enter চাপুন, মোবাইল বুটলোডার এ যাবে।
টাইপ করুন fastboot devices Enter চাপুন,Fastboot Mode এ যাবে।
তারপর টাইপ করুন fastboot oem unlock Enter চাপুন,আপনি আপনার মোবাইলের বাটন টিপে Oem আনলক করবেন একেক মোবাইলে একেক নিয়ম তাই আপনি নিজেই বুঝবেন।
তারপর টাইপ করুন fastboot flash boot patched_boot.img Enter চাপুন,ফ্ল্যাশ হতে ৩ সেকেন্ড এর মত লাগবে Ok দেখাইলে নিচের মত টাইপ করুন।
fastboot reboot devices Press Enter Button
মোবাইল ওপেন হবে,সবাই নিচের স্ক্রিনশট ফলো করুন সব কিছু দেয়া আছে কি কি লিখবেন।
মোবাইল ওপেন হলে দেখুন রুট হয়ে গেছে।
বর্তমানে P8 Pro অন্য কোন পদ্ধতিতে রুট করা যাবে না,তাই এই পদ্ধতিতেই রুট করতে হবে।
আশা করি আমার এই পোস্টে সবার উপকার হবে।যারা চেস্টাই ছিলেন রুট করার জন্য।
ধন্যবাদ আজকের জন্য পোস্ট টা এখানেই শেষ করলাম,সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।
ধন্যবাদ সবাইকে।