আপনি যদি একজন রুট ইউজার হয়ে থাকেন অর্থাৎ আপনার ফোনটি যদি রুট করা থাকে তবে খুব সহজেই আপনার ফোনকে কাস্টমাইজিং এবং টুইকিং করে নিজের মতো করে চালাতে পারবেন।” – এই কথাটুকু আমরা সবাই জানি। কিন্তু প্রয়োগ করি কত জন?!
## অনেকে আবার এসবে বিশ্বাস করেন না। অনেকে বিভিন্ন থার্ড পার্টি এপসমূহের উপর নির্ভরশীল হন।
## অনেকে ভাবেন, এসব কাজ খুব কঠিন এবং এডভান্সড। ফোনের ক্ষতি হবে,,হেন তেন – কত কিছু!
আসলে, আপনার ধারণাটি ভুল। এসব কাজ কঠিন হলেও বিভিন্ন ডেভলপাররা কষ্ট করে যাচ্ছেন এগুলো টুইকিং আর কাস্টমাইজিংকে সহজ আর ইউজার ফ্রেন্ডলি বানানোর জন্য।
## সে যাই হোক, আজ আমি যে টুইকটা শেয়ার করব এটা স্পেশালি ব্যাটারি সেভিং এর জন্য বানানো। এটা যেকোনো এন্ড্রয়েড ফোনে, স্টক কিংবা যেকোনো কাস্টম রমে চালাতে পারবেন।
## আমি আমার ফোনে আজ পর্যন্ত অনেকগুলো টুইক ব্যবহার করেছি। সবগুলোর মধ্যে এই টুইকটা বেস্ট।
ইন্সটলের পূর্বেঃ
## ফোনের যত টুইক এর আগে ইনস্টল দিয়েছেন সেগুলো রিমুভ করুন। নয়ত কনফ্লিক্ট করবে।
## Build.prop এ কোনো টুইক ইনস্টল করা থাকলে রিমুভ করুন।
এই টুইকে যা যা পাবেনঃ
## বেস্ট ব্যাটারি লাইফ (প্রমাণ ইনস্টলের পরেই টের পাবেন)
## বেস্ট পারফরমেন্স
ডাউনলোডঃ
## UPM Installer Zip for Android (2.0-4.4)
## UPM Installer Zip for Android (5.0+) [Fixed]
## UPM Uninstaller Zip for All
যেভাবে ইনস্টল করবেনঃ
## এটা একটি Flashable Zip ফাইল। তাই Recovery দিয়ে যে ফ্লাশ করতে হবে এটা বলার প্রয়োজন নেই।
## উপরের ডাউনলোড সেকশন থেকে আপনার ফোনের এন্ড্রয়েড ভার্সন অনুযায়ী ফাইল ডাউনলোড করুন।
## এবার যেকোনো CWM/TWRP/Philz রিকভারি দিয়ে Zip ফাইলটি ইনস্টল করুন।
## রিবুট দিন।
আনইন্সটল করবেন যেভাবেঃ
## উপর থেকে আনইনস্টলার Zip ফাইলটি রিকভারিতে গিয়ে ইনস্টল করুন।
কিছু ইউজারদের রিভিওঃ
############################################
ধন্যবাদ।
??❤????⏰???⚽?⚾????✈??????????????????
## by Riadrox
যোগাযোগঃ
ই-মেইলঃ riadrox@gmail.com
Facebook:Riadrox