Site icon Trickbd.com

[Fix][Root] যেসব স্টক কিংবা কাস্টম রমে Viper4Android Fx Equalizer সাপোর্ট করে না বা ইনস্টল করতে পারেননি তারা নিয়ে নিন Flashable Zip V4A

Unnamed

আমরা যারা রুটেড ইউজার তারা অনেকেই আমাদের ফোনের Audio Equalizer হিসেবে সবচেয়ে পপুলার দুটি Audio Effects Mod ব্যবহার করি। একটি হলো বিশ্বখ্যাত ডলবি (Dolby Digital Studio) এবং অপরটি হলো Viper4Android

## এই দুটো সাউন্ড মোডের ভিতর রয়েছে অনেক তফাৎ। অনেক আগে Dolby ব্যবহার করলেও কিছু লিমিটেশন থাকায় এখন আমি নিজে Viper4Android ব্যবহার করি। এর চেয়ে বেস্ট সাউন্ড মোড আর কিছু নয়। কারণ, এর সাহায্য যেকোনো কমদামি ইয়ারফোনকেও কম্পাটিবল করানো যায়।

## তবে কিছু কিছু রমে কিংবা কাস্টম রমে Viper4Android Fx ইনস্টল করা খুব সহজ নয়। অনেক সময় ইনস্টল করার পরও দেখা যায় ড্রাইভার ঠিকমত কাজ করছে না।

## এক্ষেত্রে আমার এই ফ্লাশেবল জিপ ফাইলটি রিকভারি দিয়ে ফ্লাশ করলেই ইনস্টল হয়ে যাবে। এবং যাদের ফোনে Viper4Android Unfortunately Stopped! দেখায় তারাও আজকের এই ট্রিকটি ট্রাই করে সফল হবেন আশা করি।

Tested With Android Naugat, Lolipop,Kitkat & Jellybean

Supports Android 2.3+

Also Supports upto Oreo 8.0+ (Experimental)

Download

## Flashable Viper4Android (4mb)

How to install:

## রিকভারি মোডে যান।

## Install Zip থেকে ফাইলটি সিলেক্ট করে ফ্লাশ করুন।

## রিবুট দিন।

## ফোন অন হলে Viper4AndroidFX এপে ঢুকে Master Power On করুন আর কাস্টমাইজ করে চালান।

আমি যে সেটিংসে চালাইঃ (আপনাদের কাজে লাগতেও পারে।)

## শুধু Dynamic System, Viper Bass ও Viper Clarity মডিফাই করলেই যথেষ্ট। চাইলে Viper DDC অপশনও ট্রাই করতে পারেন।


############################################

ধন্যবাদ।

??❤????⏰???⚽?⚾????✈??????????????????

## by Riadrox

যোগাযোগঃ

ই-মেইলঃ riadrox@gmail.com

Facebook:Riadrox

Exit mobile version