[Hot Post][Root] আপনার ফোনের DPI /LCD Density কমিয়ে দিন এবং স্বাদ নিন কিছুটা হলেও বড়ো একটা ডিস্পলের। ডিস্পলে বড়ো মনে হবেই। সমস্ত স্টক এবং কাস্টম রমের জন্য।
আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ,
.
.
(প্রথমেই কিছু কথা বলে নেইঃ
গত পোষ্ট এও বলেছি আজও বলছি।
।
ইদানিং কোন ভালো ভালো পোষ্ট ও হচ্ছে না। দিনে ৩-৪টা মাত্র হচ্ছে তাও আবার মানহীন। আর যেগুলোও অনেক নতুন ট্রেইনার করছেন শুধুমাত্র আয়ের উদ্দেশ্যে যা তাদের পোষ্ট এবং তার কমেন্ট দেখলেই ভালো বোঝা যাচ্ছে। তাই বলব যে নিঃস্বার্থ ভাবে পোষ্ট গুলো করুন। এবং সবাইকে ভালো ভাবে, ভালো ভালো, পোষ্ট উপহার দিন)
.
আপনাদের মাঝে আজও বকবক করতে হাজির আমি মোঃ তুষার আলম জয়।
.
.
?????
.
টাইটেল দেখে হয়তো বুঝেই গেছেন যে পোষ্ট টা কি বিষয়ে…
।
আজকে অনেকদিন পর আর একটা Simple এর মধ্যে গর্জিয়াস Build.Prop ট্রিক নিয়ে হাজির হলাম..
এই DPI কমানোর ব্যাপারে হয়তো অনেকেই অনেক কিছু জানে, তাও পোষ্ট করতে বসে পরলাম।
মনে হলো সবার জন্য পোষ্ট টি দরকার।
কারণ আমি নিজে যেই জিনিস টা ব্যাবহার করে উপকৃত হই সেইটা শেয়ার করতেই বা দোশ কি।
।
তাই পোষ্ট করতে বসে পরলাম।
।
যারা কাস্টম রম ইউজ করেন এবং রম পোর্ট করেন, তাদের হয়তো এইটা বোঝাতে হবে না।
,
তবে যারা সাধারণ রুটেড ইউজার এবং যারা DPI চেঞ্জ করতে পারেন না তাদের জন্যই এই পোষ্ট।
।
কিছু প্রশ্নত্তোর হয়ে যাক আগে তাহলে।
#Q – DPI কী…????
সহজ কথায়,,
DPI= Density Pixel per Inch.
একে বিশ্লেষন করতে লাগলে আবার অন্য বিষয়ে পোষ্ট টি চলে যাবে।
সহজ কথাতে ডিস্পের প্রতি ইঞ্চিতে কতোটা পরিমান ডেন্সিটি ধরবে, তা ই হলো DPI….
.
#Q – DPI বাড়ালে বা কমালে ফোনের কি চেঞ্জ হবে…????
ফোনের DPI বাড়ালে বা কমালে প্রতি ইঞ্চিতে কতোটা Resolution থাকবে সেইটা চেঞ্জ হবে।
মানে বাড়ালে ফোনের আইকন, অ্যাপ এর আইকন, সিস্টেম আইকন ইত্যাদির আকার বড় হয়ে যাবে।
আর কমালে এসব এর আকার তুলনামুলক ভাবে অনেক ছোট হয়ে যায়।
.
#Q – DPI বাড়ানো ভালো নাকি কমানো…????
এইটাই হলো মুল প্রশ।
চমৎকার একটা ব্যাপার হলো DPI কমালে ফোন ব্যাবহারে মনে হয় যে তুলনামুলক
ভাবে অনেকটা বড় একটা ডিস্প্লের ফোন ইউজ করছি এবং ব্যাবহারেও মজা পাওয়া যায়। কিন্তু DPI বাডিয়ে দিলে
মনে হয় যে অনেক ছোট একটা ডিস্পলের ফোন ইউজ করছি।
এর কারন টা প্রশ্ন নং ২ তেই পাবেন আশা করি।
DPI 240 এবং 210 এর মধ্যে পার্থক্য
দেখুন 240 DPI এ ডিস্পলে সাইজ, এবং স্ক্রিন রেজুলেশন
দেখুন 210 DPI এ ডিস্পলে সাইজ, এবং স্ক্রিন রেজুলেশন
.
দেখুন তুলনামুলক ভাবে 210 DPI দিলে স্ক্রিন অনেকটা বড় মনে হচ্ছে।
#Q – ফোনের স্টক DPI কতো এবং কাস্টম DPI ই কতোর মধ্যে দেওয়া যায়…????
সাধারনতো ফোনের স্টক DPI = 240 দেওয়া থাকে,
তবে যদি একে কমিয়ে 210 বা ২০০ এর আশে পাশে রাখা যায় তবেই মজা পাওয়া যায় একটা বড় ডিস্পলের।
সুতরাং আমার মতে Dpi ২০০ থেকে ২২০ এর মাঝামাঝি রাখলেই ভালো।
এবং আমি ইউজ করি ২১০ DPI
।
নোটঃ DPI এর মান 150 এর নিচে না করাটাই উত্তম।।
.
#Q – DPI কিভাবে চেঞ্জ করবো…????
যারা কাস্টম রম ইউজ করেন এবং রম পোর্ট করেন, তাদের হয়তো এইটা বোঝাতে হবে না।
,
তবে যারা সাধারণ রুটেড ইউজার এবং যারা DPI চেঞ্জ করতে পারেন না তাদের জন্যই এই পোষ্ট
।
এইটার সম্পুর্ন উত্তর ই সম্পুর্ন পোষ্ট টা পরলেই বুঝে যাবেন।
।
অনেক বক বক করলাম….
কারোর খারাপ লাগলে আমি খুব দুঃখিত…
.
এবার কাজের কথায় আসি….
.
প্রয়োজনীয় সামগ্রি (Requirements)
.
1= Mi-Xlporer / Root Explorer / Es File Explorer
(আপনি যেটাতে অভ্যস্থ)
.
ধাপ- ১
এইবার আপনার পছন্দের ফাইল এক্সপ্লোরার (Mi-Xlporer / Root Explorer / Es File Explorer)
ওপেন করুন…
আমি Mi-Xplorer ব্যাবহার করছি।
রুট সেকশন এ যান। রুট পারমিশন দিন।
.
.
ধাপ-২
রুট সেকশন এ যান। রুট পারমিশন দিন।
এইবার System/build.prop ফাইলটা Text Editor দিয়ে ওপেন করুন।
।
।
ধাপ-৩
Open করে এই লাইনটি কষ্ট করে খুজে দেখুন আছে কি না।
।
.
যদি লাইন টি থাকে তাহলে = এর পরে যতো আছে তা কমিয়ে 210 লিখুন।
আর যদি না থাকে, তাহলে।
.
ধাপ-৪
এই বার
ro.sf.lcd_density=210
(আপনি চাইলে ২১০ এর যায়গায় ২০০ ও ইউজ করতে পারেন)
এই লাইন টি সম্পুর্ন কপি করুন
সবার নিচে চলে আসুন
।
এবং চেপে ধরে পেষ্ট করুন।
.
.
ধাপ-৫
এইবার সেভ দিন
সেভ হয়ে গেলে ফোন-টিকে রিবুট দিন….
.
এইবার রিবুট হয়ে গেলে দেখুন আগের থেকে ফোন এর ডিস্পলে ইউজিং এ বড় বড় মনে হবে শিওর.।
ডিস্পলে তে সব কিছু ছোট আকারে পাবেন যাতে ডিসপ্লে টা অনেক বড় মনে হবে।
.
Done ??????
ধন্যবাদ সম্পুর্ন পোষ্ট টি পড়ার জন্য।.
।
নিজের সর্বস্ব দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যাতে আপনাদের কাছে বিষয়টা সহজ মনে হয়।
।
।
পরিশেষে একটা কথাই বলব যে এসব যেহেতু আডভান্স লেভেলের কাজ…
তাই সতর্কতা অবলম্বন করবেন।
আপনার সেটের কোন ক্ষতির জন্য আমি দায়ি থাকব না।
আর কোন সমস্যা হলে কমেন্টে যানাবেন।
।
This is Md. Tushar Alam Joy,
??…..Signing Out….. ??