[Hot Post][Root] আপনার ফোনের DPI /LCD Density কমিয়ে দিন এবং স্বাদ নিন কিছুটা হলেও বড়ো একটা ডিস্পলের। ডিস্পলে বড়ো মনে হবেই। সমস্ত স্টক এবং কাস্টম রমের জন্য।
আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ,
.
.
(প্রথমেই কিছু কথা বলে নেইঃ
গত পোষ্ট এও বলেছি আজও বলছি।

ইদানিং কোন ভালো ভালো পোষ্ট ও হচ্ছে না। দিনে ৩-৪টা মাত্র হচ্ছে তাও আবার মানহীন। আর যেগুলোও অনেক নতুন ট্রেইনার করছেন শুধুমাত্র আয়ের উদ্দেশ্যে যা তাদের পোষ্ট এবং তার কমেন্ট দেখলেই ভালো বোঝা যাচ্ছে। তাই বলব যে নিঃস্বার্থ ভাবে পোষ্ট গুলো করুন। এবং সবাইকে ভালো ভাবে, ভালো ভালো, পোষ্ট উপহার দিন)
.

আপনাদের মাঝে আজও বকবক করতে হাজির আমি মোঃ তুষার আলম জয়।
.
.
?????
.

টাইটেল দেখে হয়তো বুঝেই গেছেন যে পোষ্ট টা কি বিষয়ে…

আজকে অনেকদিন পর আর একটা Simple এর মধ্যে গর্জিয়াস Build.Prop ট্রিক নিয়ে হাজির হলাম..
এই DPI কমানোর ব্যাপারে হয়তো অনেকেই অনেক কিছু জানে, তাও পোষ্ট করতে বসে পরলাম।
মনে হলো সবার জন্য পোষ্ট টি দরকার।
কারণ আমি নিজে যেই জিনিস টা ব্যাবহার করে উপকৃত হই সেইটা শেয়ার করতেই বা দোশ কি।

তাই পোষ্ট করতে বসে পরলাম।

যারা কাস্টম রম ইউজ করেন এবং রম পোর্ট করেন, তাদের হয়তো এইটা বোঝাতে হবে না।
,
তবে যারা সাধারণ রুটেড ইউজার এবং যারা DPI চেঞ্জ করতে পারেন না তাদের জন্যই এই পোষ্ট।


কিছু প্রশ্নত্তোর হয়ে যাক আগে তাহলে।

#Q – DPI কী…????


সহজ কথায়,,
DPI= Density Pixel per Inch.
একে বিশ্লেষন করতে লাগলে আবার অন্য বিষয়ে পোষ্ট টি চলে যাবে।
সহজ কথাতে ডিস্পের প্রতি ইঞ্চিতে কতোটা পরিমান ডেন্সিটি ধরবে, তা ই হলো DPI….
.

#Q – DPI বাড়ালে বা কমালে ফোনের কি চেঞ্জ হবে…????


ফোনের DPI বাড়ালে বা কমালে প্রতি ইঞ্চিতে কতোটা Resolution থাকবে সেইটা চেঞ্জ হবে।
মানে বাড়ালে ফোনের আইকন, অ্যাপ এর আইকন, সিস্টেম আইকন ইত্যাদির আকার বড় হয়ে যাবে।
আর কমালে এসব এর আকার তুলনামুলক ভাবে অনেক ছোট হয়ে যায়।
.

#Q – DPI বাড়ানো ভালো নাকি কমানো…????


এইটাই হলো মুল প্রশ।
চমৎকার একটা ব্যাপার হলো DPI কমালে ফোন ব্যাবহারে মনে হয় যে তুলনামুলক
ভাবে অনেকটা বড় একটা ডিস্প্লের ফোন ইউজ করছি এবং ব্যাবহারেও মজা পাওয়া যায়। কিন্তু DPI বাডিয়ে দিলে
মনে হয় যে অনেক ছোট একটা ডিস্পলের ফোন ইউজ করছি।
এর কারন টা প্রশ্ন নং ২ তেই পাবেন আশা করি।
.

DPI 240 এবং 210 এর মধ্যে পার্থক্য


দেখুন 240 DPI এ ডিস্পলে সাইজ, এবং স্ক্রিন রেজুলেশন

দেখুন 210 DPI এ ডিস্পলে সাইজ, এবং স্ক্রিন রেজুলেশন

.
দেখুন তুলনামুলক ভাবে 210 DPI দিলে স্ক্রিন অনেকটা বড় মনে হচ্ছে।

#Q – ফোনের স্টক DPI কতো এবং কাস্টম DPI ই কতোর মধ্যে দেওয়া যায়…????


সাধারনতো ফোনের স্টক DPI = 240 দেওয়া থাকে,
তবে যদি একে কমিয়ে 210 বা ২০০ এর আশে পাশে রাখা যায় তবেই মজা পাওয়া যায় একটা বড় ডিস্পলের।
সুতরাং আমার মতে Dpi ২০০ থেকে ২২০ এর মাঝামাঝি রাখলেই ভালো।
এবং আমি ইউজ করি ২১০ DPI

নোটঃ DPI এর মান 150 এর নিচে না করাটাই উত্তম।।

.

#Q – DPI কিভাবে চেঞ্জ করবো…????


যারা কাস্টম রম ইউজ করেন এবং রম পোর্ট করেন, তাদের হয়তো এইটা বোঝাতে হবে না।
,
তবে যারা সাধারণ রুটেড ইউজার এবং যারা DPI চেঞ্জ করতে পারেন না তাদের জন্যই এই পোষ্ট

এইটার সম্পুর্ন উত্তর ই সম্পুর্ন পোষ্ট টা পরলেই বুঝে যাবেন।

অনেক বক বক করলাম….
কারোর খারাপ লাগলে আমি খুব দুঃখিত…
.
এবার কাজের কথায় আসি….
.

প্রয়োজনীয় সামগ্রি (Requirements)


.
1= Mi-Xlporer / Root Explorer / Es File Explorer
(আপনি যেটাতে অভ্যস্থ)
.

ধাপ- ১


এইবার আপনার পছন্দের ফাইল এক্সপ্লোরার (Mi-Xlporer / Root Explorer / Es File Explorer)
ওপেন করুন…
আমি Mi-Xplorer ব্যাবহার করছি।
রুট সেকশন এ যান। রুট পারমিশন দিন।
.

.

ধাপ-২


রুট সেকশন এ যান। রুট পারমিশন দিন।
এইবার System/build.prop ফাইলটা Text Editor দিয়ে ওপেন করুন।



ধাপ-৩


Open করে এই লাইনটি কষ্ট করে খুজে দেখুন আছে কি না।
ro.sf.lcd_density=240 [240 এর যায়গায় অন্য সংখ্যা থাকতে পারে)


.
যদি লাইন টি থাকে তাহলে = এর পরে যতো আছে তা কমিয়ে 210 লিখুন।
আর যদি না থাকে, তাহলে।
.

ধাপ-৪


এই বার
ro.sf.lcd_density=210
(আপনি চাইলে ২১০ এর যায়গায় ২০০ ও ইউজ করতে পারেন)
এই লাইন টি সম্পুর্ন কপি করুন
সবার নিচে চলে আসুন

এবং চেপে ধরে পেষ্ট করুন।
.

.

ধাপ-৫


এইবার সেভ দিন
সেভ হয়ে গেলে ফোন-টিকে রিবুট দিন….
.
এইবার রিবুট হয়ে গেলে দেখুন আগের থেকে ফোন এর ডিস্পলে ইউজিং এ বড় বড় মনে হবে শিওর.।
ডিস্পলে তে সব কিছু ছোট আকারে পাবেন যাতে ডিসপ্লে টা অনেক বড় মনে হবে।
.
Done ??????

ধন্যবাদ সম্পুর্ন পোষ্ট টি পড়ার জন্য।.

নিজের সর্বস্ব দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যাতে আপনাদের কাছে বিষয়টা সহজ মনে হয়।


পরিশেষে একটা কথাই বলব যে এসব যেহেতু আডভান্স লেভেলের কাজ…
তাই সতর্কতা অবলম্বন করবেন।
আপনার সেটের কোন ক্ষতির জন্য আমি দায়ি থাকব না।
আর কোন সমস্যা হলে কমেন্টে যানাবেন।

This is Md. Tushar Alam Joy,
??…..Signing Out….. ??

39 thoughts on "[Hot Post][Root] আপনার ফোনের DPI /LCD Density কমিয়ে দিন এবং স্বাদ নিন কিছুটা হলেও বড়ো একটা ডিস্পলের। For All Stock And Custom Rom"

  1. Arfat360 Contributor says:
    build.prop নিয়ে আরো মজার মজার টিপস চায়।
    1. Tushar Alam Author Post Creator says:
      Ok… Ami janle apnader majheo share korbo inshallah
    1. Tushar Alam Author Post Creator says:
      Thanks ?????
  2. Md Habibul Basher Rabby Contributor says:
    Just Awesome bro……………
    1. Tushar Alam Author Post Creator says:
      Thanks Val ….
    1. Tushar Alam Author Post Creator says:
      Thanks Vai
  3. The heart break Contributor says:
    অসাধারণ ভাই ???
    1. Tushar Alam Author Post Creator says:
      Thanks Vai
  4. Rubel? Contributor says:
    darun post thank you
    1. Tushar Alam Author Post Creator says:
      Welcome vai… ?????
  5. Rubel? Contributor says:
    vai twrp 3.0.2 v45 recovery link ta den?
    Ami port korbo
    1. Tushar Alam Author Post Creator says:
      Wait korun… Kalke post korbo inshallah.. latest ta
  6. Rubel? Contributor says:
    kaj hoyyece tnx
    1. Tushar Alam Author Post Creator says:
      Welcome bro…. ☺☺☺☺☺
  7. Rubel? Contributor says:
    vai letest twrp to post korecen .amar dorkar 3.0.2_1.Ami stock.IMG flash dibo tai
    1. Tushar Alam Author Post Creator says:
      Vai… Abar update hoyeche. .. aj e up dibo.. kal post
  8. Fahad Contributor says:
    amr custom rom e 320 deya ache???
    1. Tushar Alam Author Post Creator says:
      Valo to ??????
  9. JS JIBON Contributor says:
    nice post bro….
    1. Tushar Alam Author Post Creator says:
      Thanks bro
    1. Tushar Alam Author Post Creator says:
      Hmm????
  10. mohammad parvez Author says:
    #Valo post….dpi komale resolution ba colors ar kono ghatti hobe naki…?
    #Sudhu matro display font choto kora ba display boro dekhabe ay subidhar jonno onno kono kichu theke bonchito hobo naki…?
    (Reply ar asay thaklam)
  11. Md Rasel Hossain Author says:
    সুন্দর। এটা নিয়ে পোস্ট করতে চাচ্ছিলাম, পোস্ট প্রায় রেডি-ও আছে। কিন্তু আলসেমি করে পোস্ট করা হচ্ছিল না। আমি আরো একটা পদ্ধতি জুড়ে দিতাম যাতে করে নন-রুট ইউজাররাও স্থায়ীভাবে DPI চেঞ্জ করতে পারতো। আশা করি আলসেমি কমিয়ে সেটা পোস্ট করতে পারব।
    আপনার আর একটি কথা যোগ করে দিলে ভালো হবে মনে করি- DPI এর মান 150 এর নিচে না করাটাই উত্তম।
    1. Tushar Alam Author Post Creator says:
      Ohh…. Thanks vai…. Suggestions er jonno dhonnobad…. Add kore dicchi
  12. Cst Contributor says:
    “”ফোনের DPI বাড়ালে বা কমালে প্রতি ইঞ্চিতে কতোটা Resolution থাকবে সেইটা চেঞ্জ হবে।
    মানে বাড়ালে ফোনের আইকন, অ্যাপ এর আইকন, সিস্টেম আইকন ইত্যাদির আকার বড় হয়ে যাবে।
    আর কমালে এসব এর আকার তুলনামুলক ভাবে অনেক ছোট হয়ে যায়।””
    এটার উল্টো হবে…ঠিক করুন।
    1. Tushar Alam Author Post Creator says:
      না ভাই। এইটা ই হবে, আপনি পারলে বাড়িয়ে বা কমিয়ে দেখুন। বুঝতে পারবেন।
    2. Cst Contributor says:
      For Nexus 6P, the current value is 411 dp. So if I change it to 320 dp, the content grows larger. While if I change it to 484 dp, the content scales down to a smaller size.??
    3. Tushar Alam Author Post Creator says:
      Probably, this is the only thing that happens on your phone. But all of us like this. Anyway, it might be possible. There is nothing in politics about this ???
    4. Cst Contributor says:
      ভাই,মিনিমাম 5 টা ফোন ট্রাই করছি!হুদাই!??কিচ্ছু জানেন না!
    5. Tushar Alam Author Post Creator says:
      আচ্ছা ভাই। একটু সবার ফিডব্যাক গুলো দেখেন, নতুন একটা এই নিয়ে পোষ্ট করা হয়েছে সেটাও দেখেন। তারপর না হয় বলেন, যা বলার মেনে নিচ্ছি। আমি তো কিছুই জানি না।
  13. Rubel? Contributor says:
    vai update twrp post koren
    1. Tushar Alam Author Post Creator says:
      Ok bro… Korbo… Wait korun…
  14. Apurba Author says:
    DPI komano niye er ageo post ache !!but apnarta better !!!https://trickbd.com/tools/388559
    1. Tushar Alam Author Post Creator says:
      ধন্যবাদ ভাই… আপনার পোষ্ট টাও অনেক সুন্দর.. এবং খুবই খুশি হলাম যে আপনি আমার পোষ্ট টার প্রশংসা করলেন। কিন্তু সত্য কথা হলো আমি ওই পোষ্ট আগে দেখি নাই।
    2. Apurba Author says:
      জিনিষ যেটা ভালো প্রশংসাতো তার করতেই হবে !!
    3. Tushar Alam Author Post Creator says:
      ধন্যবাদ ভাই।☺☺

Leave a Reply