Site icon Trickbd.com

[Hot Post][Root+Flashable] নিয়ে নিন Samsung Rossamary Font, Samsung Emoji সাথে স্টাইলিশ বাংলা ফন্ট। [3 In One] সমস্ত স্টক এবং কাস্টম রমের জন্য।

Unnamed

[Hot Post][Root+Flashable] নিয়ে নিন Samsung Rossamary Font, Samsung Emoji সাথে স্টাইলিশ বাংলা ফন্ট। [3 In One] সমস্ত স্টক এবং কাস্টম রমের জন্য।
আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ,
.
.
(প্রথমেই কিছু কথা বলে নেইঃ
গত পোষ্ট এও বলেছি আজও বলছি।

ইদানিং কোন ভালো ভালো পোষ্ট ও হচ্ছে না। দিনে ৩-৪টা মাত্র হচ্ছে তাও আবার মানহীন। আর যেগুলোও অনেক নতুন ট্রেইনার করছেন শুধুমাত্র আয়ের উদ্দেশ্যে যা তাদের পোষ্ট এবং তার কমেন্ট দেখলেই ভালো বোঝা যাচ্ছে। তাই বলব যে নিঃস্বার্থ ভাবে পোষ্ট গুলো করুন। এবং সবাইকে ভালো ভাবে, ভালো ভালো, পোষ্ট উপহার দিন)
.

আপনাদের মাঝে আজও বকবক করতে হাজির আমি মোঃ তুষার আলম জয়।
.
.
?????
.

টাইটেল দেখে হয়তো বুঝেই গেছেন যে পোষ্ট টা কি বিষয়ে…

.
.
আজকে অনেকদিন পর আর একটা Simple এর মধ্যে গর্জিয়াস ট্রিক নিয়ে হাজির হলাম..
এই ফন্ট এর ব্যাপারে হয়তো অনেকেই অনেক কিছু জানে, তাও পোষ্ট করতে বসে পরলাম।
মনে হলো সবার জন্য পোষ্ট টি দরকার।

কারন এই টি Flashable Zip এবং আমার মডিফাই করা। যেইটাতে আমি ৩টা ফিচার ই অ্যাড করেছি।
.
কারণ আমি নিজে যেই জিনিস টা ব্যাবহার করে উপকৃত হই সেইটা শেয়ার করতেই বা দোশ কি।

তাই পোষ্ট করতে বসে পরলাম।


এই ট্রিক এ অন্য কিছুর দরকার নাই.. জাস্ট লিংক থেকে ডাউনলোড করে রিকভারি দিয়ে ফ্ল্যাশ দিলেই হবে।
.

.
অনেক বক বক করলাম….
কারোর খারাপ লাগলে আমি খুব দুঃখিত…
.
এবার কাজের কথায় আসি….
প্রথমেই কিছু Screenshot দেখে নিন এই ফন্ট এর।

Screenshots ????


.

.

.

.

.

.

.

.
.
.

.
.

প্রয়োজনীয় সামগ্রি (Requirements)

.
1= Custom Recovery (TWRP/Philz/CWM)
(আপনি যেটাতে অভ্যস্থ)
.
2=Font Rossamarry With Samsung Emoji With Stylish Bangla Font..(Must)
.

Installing Proccess ♻♻♻♻


.

ধাপ- ১


এইবার আপনার পছন্দের Recovery Mode এ যান।
.
.

ধাপ-২


এইবার ডাউনলোড করা জিপ ফাইল্টি ইন্সটল করুন।

ধাপ-৩


ইন্সটল হয়ে গেলে রিবুট দিন।?????
.
Done ??????

ধন্যবাদ সম্পুর্ন পোষ্ট টি পড়ার জন্য।.

নিজের সর্বস্ব দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যাতে আপনাদের কাছে বিষয়টা সহজ মনে হয়।


পরিশেষে একটা কথাই বলব যে এসব যেহেতু আডভান্স লেভেলের কাজ…
তাই সতর্কতা অবলম্বন করবেন।
আপনার সেটের কোন ক্ষতির জন্য আমি দায়ি থাকব না। নিজ দায়িত্বে ফ্ল্যাশ করবেন।
আর কোন সমস্যা হলে কমেন্টে যানাবেন।

This is Md. Tushar Alam Joy,
??…..Signing Out….. ??

Exit mobile version