[Root] [Updated] এইবার ইচ্ছেমতো (Disable/Enable) করুন আপনার ফোনের হার্ডওয়্যার নেভিগেশন বাটন (Back/Home/Menu) গুলোকে। সমস্ত রুটেড ইউজারদের জন্য… 100% working Trick
আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ,
.
.
আপনাদের মাঝে আজও বকবক করতে হাজির আমি মোঃ তুষার আলম জয়।
.
.
?????
.
টাইটেল দেখে হয়তো বুঝেই গেছেন যে পোষ্ট টা কি বিষয়ে…
।
অতি দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমার আজকের পোষ্ট এর বিষয়টা রুট নিয়ে।
।
ট্রিক টা অনেক সহজ। সম্পুর্ন পোষ্ট টি যদি ভালভাবে পড়েন, তাহলে আশা করা যায় ১০০% সফলতা পাবেন আমি গ্যারান্টি দিচ্ছি।
.
এর আগেও এই টপিক নিয়ে পোষ্ট আছে কিন্তু আমার পোষ্ট টা সম্পুর্ন ভিন্নধর্মী।
সুতরাং আগেই বলে দিচ্ছি পোষ্ট টা কোথাও থেকে কপি করা নয়। সম্পুর্ন নিজের হাতে লিখা শুরু করছি।
।
Q- Hardware Navigation Button কি..???
Ans: অনেকেই হয়তো বুঝেই গেছেন কি, তবুও বলছি,
ফোনের একদম বডি ফ্রেমের সাথে যেই (Back Button, Home Button, Recent Button) গুলো থাকে, এই গুলোই মুলত Hardware Navigation Button.
..
Q- আমি কি ইচ্ছামতো যেকোনো একটা বাটন অফ করে রাখতে পারবো..???
Ans: হুম, শিওর পারবেন।.
।
অনেকের হয়তো মনে প্রশ্ন জাগতে পারে যে Hardware Navigation Button অফ করে লাভ কি.??? এমনিতেও তো কোন সমস্যা নাই।
.
তাহলে বলি, এইটা তাদের জন্য খুবই দরকারি যারা Hardware Navigation Button অফ করে On Screen Navigation Button ইউজ করতে চান।
আবার অনেকের ফোন এ কিছু বাটন অটোমেটিকলি কাজ করে, আবার কারোর চাপ লেগে ধরেই থাকে,
সুতরাং সেই সমস্যাটা সমাধানের জন্যই এই ট্রিকটি কাজে লাগবে।
….
।
আজ বেশি বকবক না করে একদম কাজে চলে যাই।
.
তো চলুন, শুরু করা যাক
।
প্রয়োজনীয় সামগ্রি (Requirements)
.
(আপনি যেটাতে অভ্যস্থ)
২= কিছু সতর্কতা এবং ধৈর্য
.
.
জানা প্রয়োজন…
১-ট্রিক টা সমস্ত রুটেড ডিভাইস গুলোতে কাজ করবে।
২- Init.d সাপোর্ট না করা থাকলেও চলবে।( দরকার নাই)
৩-কপি পেষ্ট করা সম্পর্কে একটু জ্ঞ্যান থাকতে হবে।
ব্যাস, আর কিছু না।
.
কাজের ধারাঃ
.
ধাপ- ১
আপনার পছন্দের ফাইল এক্সপ্লোরার (Mi-Xlporer / Root Explorer / Es File Explorer)
ওপেন করুন…
আমি Mi-Xplorer ব্যাবহার করছি।
.
ধাপ-২
রুট সেকশন এ যান। রুট পারমিশন দিন।
এইবার System/usr/Keylayout ফোল্ডারে এ যান।
Generic.Ki ফাইলটা Text Editor দিয়ে ওপেন করুন।
(i) এই লাইনটা Menu Button এর
(ii) এইটা Home Button এর
(iii) এইটা Back Button এর
।
ধাপ-৩
এইবার আপনি যেই বাটন টা অফ করে দিতে চান, সেই লাইন এর আগে একটা # লিখুন।
দেখুন আমি Menu Button টা অফ করতে চাচ্ছি তাই মেনু বাটনের লাইনের সামনে # দিলাম।
.
.
একই ভাবে অপর ২টা বাটনের লাইনের সামনেও # দিবেন।
ধাপ-৪
কাজ শেষ হলে সেভ দিন।
সেভ হয়ে গেলে ফোন-টিকে রিবুট দিন….
.
.
.
এইবার দেখুন আর আপনার ফোনের নেভিগেশন বাটন আর কাজ করবে না।
.
এখন প্রশ্ন হলো যে আবার অন করবো কিভাবে।
ধাপ-১
রুট সেকশন এ যান। রুট পারমিশন দিন।
এইবার System/usr/Keylayout ফোল্ডারে এ যান।
img
Generic.Ki ফাইলটা Text Editor দিয়ে ওপেন করুন।
এইবার সেই লাইন গুলোর সামনের ওই # কেটে দিন।
.
কাজ শেষ হলে সেভ দিন।
সেভ হয়ে গেলে ফোন-টিকে রিবুট দিন….
.
.
Done ??????
.
.
ধন্যবাদ সম্পুর্ন পোষ্ট টি পড়ার জন্য।.
।
।
পরিশেষে একটা কথাই বলব যে এসব যেহেতু আডভান্স লেভেলের কাজ…
তাই সতর্কতা অবলম্বন করবেন।
আপনার সেটের কোন ক্ষতির জন্য আমি দায়ি থাকব না। নিজ দায়িত্বে কাজ করবেন।
আর কোন সমস্যা হলে কমেন্টে যানাবেন।
।
This is Md. Tushar Alam Joy,
??…..Signing Out….. ??