Site icon Trickbd.com

পিসি বা রুট ছাড়া কিভাবে নিজের (MTK)ফোনের জন্য কাস্টম রিকভারি বানাবেন এবং রিকভারি ফ্ল্যাশ করবেন A-Z টিউটোরিয়াল

Unnamed

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন।অনেক দিন পর আরো একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম..
পিসি না থাকার কারনে যারা নিজের মোবাইলের কাস্টম রিকভারি তৈরি করতে পারছেন না তারা কিভাবে মোবাইল দিয়েই নিজেই ফোনের জন্য কাস্টম রিকভারি তৈরি করতে পারেন সেটার একটা টিউটোরিয়াল দেখিয়েছিলাম, অনেকেই সেই পোস্টা ফ্লো করে কাজ করতে ব্যার্থ হয়েছেন।তাই আরো সহজ ভাবে কিভাবে আপনে আপনার আনরুট ফোনের জন্য পিসি ছাড়া মোবাইল দিয়েই কাস্টম রিকভারি বানাবেন দেখাবো..তবে অবশ্যই কাজ গুলো মনযোগ দিয়ে পড়ে তারপর ট্রাই করবেন তা নাহলে বুঝতে পরবেন না। আর সব কাজ গুলো নিজ দায়িত্বে করবেন যেহেতু এডবান্স লেভের কাজ..

যা যা লাগবে
১.Mediatek Chipset 65XXফোন
chipset checker –এখানে ক্লিক করুন (chipset না জানা থাকলে)
২.image kitchen for Android.apk
ডাউনলোড করুন-এখানে ক্লিক করুন
3.root explorer.apk
ডাউনলোড করুন-এখানে ক্লিক করুন

কাজের ধাপ-১
আপনার ফোনের chipset অনুযায়ী যেকোনো একটা twrp recovery.img google থেকে নামিয়ে নিন এবং রিনেম করে recovery.img লেখে দিন।
(আপনার chipset যদি mtk6582 হয় তবে google থেকে twrp recovery chipset mtk6582লিখে সার্চ করে নামিয়ে নিন)

কাজের ধাপ-২
Root explorer অ্যাপ দিয়ে ফ্লাশ ফাইলটি থেকে stock recovey.img ফাইলটা extract করে নিন extract করা ফাইল speedsoftware-extract ফোল্ডারে পাবেন..

গুগল থেকে chipset অনুযায়ী ডাউলোড করা twrp recovery টা শুধু speedsoftware রাখুন নাহলে পরবর্তিতে unpack করতে সমস্যা হয়

কাজের ধাপ-৩
Image kitchen for android অ্যাপটায় গিয়ে
+চিহ্নে ক্লিক করে unpack ক্লিক করে stock recovery.img ফাইলটা দেখিয়ে দিন দেখবেন দুইটি ফাইল extract হবে ১.spilit_img ২.ramdisk

এখান থেকে spilit_img ফাইলটায় চেপে ধরে মেমরিতে export করে নিন এবং ব্যাকে এসে cleanup করে দিন
স্কিনসট-

কাজের ধাপ-৪
এবার ধাপ-৪ এর মত image kitchen android অ্যাপ দিয়ে google twrp টাকেও upack করে নিন দেখেবেন আগের মত ২টা ফাইল পাবেন ১.spilit_img ২.ramdisk
এখান থেকে spilit_img টাকে চেপে ধরে ডিলেট করে দিন।

এখন অপশন থেকে import ক্লিক করে মেমোরিতে থাকা stock recovery.img এর spilit_img টা নিয়ে আসেন এবং Repack আপশনে ক্লিক করুন।

কাজের ধাপ-৫
Repack compelet হলে স্কিনসটের মত কতগুলো ফাইল দেখবেন –

এখান থেকে image-new.img ফাইলটাকে মেমোরিতে import করে raname করে নিন এটাই আপনার ফোনের জন্য custom recovery.img ফাইল।

তৈরি করা কাস্টম রিকভারি ফ্ল্যাশ করা নিয়ম

যা যা লাগবে
১.কম্পিউটার
২. usb drive. exe
ডাউনলোড লিংক-এখানে ক্লিক করুন
৩. sp flash tool.exe
ডাউনলোড লিংক-এখানে ক্লিক করুন
৪.ফোনের ফ্ল্যাশ ফাইল
৫.Custome recovey.img যেটা উপরের নিয়মে বানিয়েছেন

ডাউনলোড করার পর সব গুলো ফাইল extrack করেন Usb drive টা ইনস্টল করেন

কাজের ধাপ-১
ফ্ল্যাশ ফাইল থেকে scatter ফাইলটি extrack করে নিন এবং আপনার তৈরিকৃত custome recovery আর scatter ফাইল দুইটা একটি ফোল্ডারে রাখুন

কাজের ধাপ-৩
Sp flash tool টি ওপেন করুন flash tool অপশনে ক্লিক করুন scatter loading ক্লিক করে কাজের ধাপ ২ এ করা ফোল্ডার থেকে scatter ফাইলটা দেখিয়ে দেন দেখবেন recovery.img ফাইলটি পেয়ে গেছে।
এবার Download ক্লিক করে আপনার ফোনটা বন্ধ অবস্থায় usb কেবলের মাধ্যমে কানেক্ট করুন
Download √ আসলে বুঝবেন ফ্ল্যাশ কম্পিলিট হয়েছে


কাজের ধাপ -৪
ফোনটা চালু না করেই (চালু করলে হবে না) ভলিউওম আপ আর পাওয়ার বাটন ধরে recovery মোডে যেয়ে দেখুন আপনার কাস্টম রিকভারি সেটাআপ হয়েছে।
এখন যেকোন zip ফাইল আপনে recovery mode থেকে ফ্ল্যাশ করতে পারবেন supersu.zip ফাইল ফ্ল্যাশ করে আপনার ফোনটা রুটও করতে পারবেন..

বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন বুঝিয়ে বলার চেস্ট করবো।

ভিডিও টিউটোরিয়াল দেখতে পারেন-

Exit mobile version