Site icon Trickbd.com

[Root] Ram Manager Pro এর কাজ, Ram বৃদ্ধি ও ফোনে বড় গেমস খেলা। (না দেখলে কার কি!)

Unnamed

[Root] Ram Manager Pro এর কাজ, Ram বৃদ্ধি ও ফোনে বড় গেমস খেলা। (না দেখলে কার কি!)

অনেকেই মনে করেন এই আপসটা কোনো কাজের না।
তাই অনেকে একবার ইনস্টল দিয়ে আন ইনস্টল ও করে
ফেলেছেন।

এই আপস আমার দেখা রুট এপসগুলোর মধ্যে অন্যতম।

তাই কেঊ আমার থেকে রুট করে নিতে আসলে, তাদের ফোন রুট করে দেওয়ার পর দুইটা এপস সর্বপ্রথম
ইনস্টল করে দেই।

১. BusyBox Pro

2. RAM Manager Pro ( এই ভার্সনই লাগবে। নতুন কাজ হয় না।)

সব ফোনে Busybox দরকার হয় না তবে এইটা স্মুথ কাজ করে এবং বিভিন্ন Applet ইনস্টল করে যার কারনে আপনার ফোন রুট করা সার্থক হয়।

তাই BusyBox টা আগে ইনস্টল দেন।
আর যাদের আগে থেকেই ইনস্টল করা আছে তারা দেখে নিন Busybox 1.23.2 নাকি।।।
যদি এর কম হয় তবে আমার দেওয়া প্রো ভারসন ডাউনলোড করে ইনস্টল করেন।

1. BusyBox ওপেন করেন ও পুরোপুরি লোড হওয়া অবধি অপেক্ষা করেন।

2.এরপর ইনস্টল ক্লিক করেন।

3.মিনিমাইজ করে Ram Manager pro ওপেন করেন।
রুট পারমিশন দিন।

4.২নং ট্যাব থেকে Clean Memory & Clean Drop caches দিন। এইটা অনেকটা আপনার কম্পিউটার Refresh করার মত।

5. ১নং ট্যাব থেকে Hard Gaming Select করেন।এবং set on boot এ ক্লিক করেন।

6.এবার মুল কাজ। ফোন এ যদি বড় সাইজের গেমস খেলতে চান অথবা অন্য কাজে আপনার ফোন কে দ্রুততর করতে চান তবে আপনার লাগবে বেশি র্যাম। আর ভার্টুয়াল র্যাম এর কোনো বিকল্প নেই।

*★★★ জরুরি কথা।
অনেকে ফোনের র্যাম বাড়ানোর জন্য Ram Expander ইউস করেন বা করেছেন। এই ভুলটা আপনারা কখনই করবেন না। এতে আপনাদের মেমরিকার্ডের ক্ষতি করছেন।
অনেকে লক্ষ্য করে থাকবেন এই এপটা শুধু কয়েক ঘন্টার জন্যই আপনার ফোনকে দ্রুত করে তারপর সেই আগের মত।
কারন ততক্ষণে আপনার মেমরিকার্ডের বারোটা বেজে দিয়েছে।
তাই আমার আজকের টিউনে বারোটা বাজাওয়ালা মেমরি চলবে না।

7.২ নং ট্যাবে swap file এ ক্লিক করেন।
আপনার মেমরি ৮জিবি হলে সর্বোচ্চ ৫১২mb
১৬ জিবি হলে সর্বোচ্চ 1024mb
32জিবি হলে সর্বোচ্চ ২০৪৮mb দিয়ে ওকে করেন।(আগে মেমরি কার্ড স্পেস ফাকা করবেন)

8.সর্বশেষ swap file created লেখা আসলে ১নং ট্যাবে গিয়ে Default সিলেক্ট করেন।

ফোন রিস্টার করেন আর মজা লন।

কোনো অসুবিধা হইলে বা আমার এত সুন্দর করে লেখা, না সরি ্্ টাইপ করা টিউন যদি কাজ না হয় তাইলে কমেন্ট করবেন।

কান ধইরা দেখাইয়্যা + শিখাইয়্যা দিমু।

সম্পূর্ণ টিউনটি ডাউনলোড করুন.Txt (coming soon)

By RiadRox

Fb.com/myself.riadrox

Website: (hidden)

…..Thanks to all….