Site icon Trickbd.com

[Only Root User] দেখেনিন Android Phone এর RAM বাড়ানোর 100% কার্যকারী টিপস

আশা করি সবাই ভাল আছেন। আমিও ভালই আছি। আজকের টিউনটি হয়তো অনেকেই জানে আবার অনেকেই জানেনা, যারা যানেনা আমার এই টিউন শুধুমাত্র তাদের জন্য। সুতরাং বাজে মন্তব্য না করলে খুবই খুশি হব। আর হ্যাঁ আমার জানা মতে এই টিউন কোথাও নাই সবে মাত্র TrickBD তে করলাম আর আমার সাইটে করেছি। ব্যাবসার জন্য টিউন করলাম না, শুধুমাত্র যাদের RAM নিয়ে সমস্যা তাদের উদ্ধেশ্যে আজকের এই টিউন।

যেহেতু ক্রেডিট এর দুনিয়া তাহলে এই টিউনের ক্রেডিট পাবে  InformBD.Com

প্রযুক্তি যেমন এগিয়ে চলছে তেমনি মানুষের চিন্তা ধারা ও থেমে মেনেই।আমদের এই প্রযুক্তির যুগে মোবাইল হচ্ছে একটি মাধ্যম। এই মোবাইল ফোন প্রযুক্তির আরেকটি অংশ। অ্যান্ড্রয়েড মোবাইল যেভাবে মানুষ মন কে জয় করেছে তেমনি প্রযুক্তির নাম ও করেছেন অনেক।অ্যান্ড্রয়েড মোবাইল ও এখন প্রযুক্তির সেরা।এমন কোন কাজ, এই অ্যান্ড্রয়েড দিয়ে হয় না তা বলা ঠিক না।

আর বর্তমান সময়ের সবাই এখন Android device Use করি অনেকেই দামি এবং কম দামি আর সেটার উপর নির্ভর করে ফোনের RAM ।আর কম দামি ফোন কিনলে আপনি RAM ও কম পাবেন।আর RAM কম থাকলে ফোনে সব ধরনের apps ব্যবহার করে মজা পাওয়া যায় না। তাই আপনি আপনার ফোনে অসাধারন একটি RAM বাড়ানোর পদ্ধতি জেনে নিতে পারেন। একটি Best apps এর মাধ্যমে। তবে আপনার ফোনে অবশ্যই Rooted হতে হবে এবং আপনার SD-Card (10 class) এর হতে হবে। তানা হলে তে ভাল কোন গতি পাওয়া যাবে না।

প্রথমে আপনি আপনার ফোন থেকে BusyBox Installer apps বা Ram expender এবং simple root swap যে কোন একটি apps Download করে নিন।
১। এরপর আপনি যে apps টি Install করবেন সেটি ওপেন করুন।
২। Installe করার সময় Root পারমিশন যদি চায় তাহলে Allow করুন।
৩।size এর জায়গায় আপনার পরিমান মত RAM বাড়াবেন টাইপ করে।
৪।তারপর (re/Create) এ click করুন এবং কিছু সময় অপেক্ষা করুন।
৫।এর আপনার Swap file টি তৈরি হবে আপনার SD-Card এ।
৬।যদি আপনার Swap file টি তৈরি হয়ে যায় তাহলে on এ click করুন।
৭।তারপর আপনি info এ click করে দেখুন কাজ শুরু হয়ে যাবে।

Extra Note:

### Root Required and Need kernel swap support ########
What is Swap Memory. When physical memory as known RAM is getting low, then system will used virtual memory. In linux as known as Swap Memory.

This application help you to create swap file, make it active and not active. Give you information about total swap, free
swap and how much swap been used. You don’t have to partition your SD Card. Just make sure that your SD Card has a free memory for swap file.

Tips:
1. Please use SD Card class 10 for better performance.
2. Make Sure you have free memory in your SD Card

Note: Some devices, swapfile will create @ internal storage.
Warning: Swap memory can shorten SD card lifespan.
Name: Simple Root Swap APK
Size: 412k
Current Version: 1.3
Requires Android: 2.2 and up
Offered By: WebAppId

Download Link: Download Now

Part-1
যেমন এখনে দেখে নিন: 

 

Part-2
যেমন এখনে দেখে নিন:


বিশেষ দ্রষ্টব্য: আপনার ফোন অবশ্যই Rooted হতে হবে এবং আপনার SD-Card (10 class) এর হতে হবে। তা না হলে তেমন গতি হবে না।

যদি কার কোন প্রকার সমস্যা হয় তাহলে যানাবেন। আর সতর্কতার সাথে কাজ করবেন নাহলে SD Card নষ্ট হয়ে যেতে পারে।

আর হ্যাঁ আপনাদের হাতে যদি একটু সময় থাকে তাহলে অবশ্যই আমার ছোট্ট সাইট টা একটু ঘুরে আসবেন।

Link: InformBD.Com

ধন্যবাদ সবাইকে