আসসালামু আলাইকুম
আশাকরি সবাই ভালো আছেন? কেননা ট্রিকবিডির সাথে থাকলে সবাই ভালোই থাকে।
আমরা Lucky Patcher দিয়ে প্যাচ করতাম কিন্তু Lucky Patcher ব্যাবহার করতে হলে আগে App Patch করতে হতো। কিন্তু Jasi Patcher ব্যবহার করলে আর Xposed Install থাকলে আগে প্যাচ করার ঝামেলা নেই, সরাসরি Emulation করতে পারবেন।
☞ প্রথমে ডাউনলোড করুন এবং ইনস্টল করুনঃ Direct Download (3.79 MB)
এবার Xposed থেকে মডিউলটি অন করেন।
তারপর ফোনটি বন্ধ করে চালু করুন এবং App টি চালু করুন।
Root Permission দিয়ে App টি তে প্রবেশ করুন।
এখানে Accept করে দিন।
Select Location এ যান
বাম পাশে থাকা Default এ ক্লিক করুন।
EMULATION এ যান
Select Apps(Xposed) এ ক্লিক করুন।
এখন যেসকল Apps হ্যাক করবেন এগুলো সিলেক্ট করুন এবং Save করুন।
❏ এখন Jasi Patcher টি ব্যাকগ্রাউন্ড এ রেখে কোনো সফটওয়ার এ যান, যেটি হ্যাক করতে চাইতাছেন। তারপর সব Lucky Patcher এর মতোই।
☝ আশাকরি বুঝতে পেরেছেন। আর যারা Lucky Patcher ব্যবহার করতেন তারা সহজেই বুঝতে পারবেন আশাকরি।
☟ এছাড়াও Jasi Patcher এ আরো অনেক সুবিধা রয়েছে। দেখুনঃ
➢ Spoof এটি খুবই ভালো একটি সুবিধা। লোকেশন হাইড করতে পারবেন। ডিভাইস আইডি এবং IMEI হাইড করতে পারবেন।
➢ Rebooter এর মাধ্যমে ফোনের পাওয়ার বাটন ব্যবহার না করেই ফোন যেকোনো মোডে রিবোট দিতে পারবেন।
➢ Custom Patch এখানেও Lucky Patcher এর মতো Custom Patch রয়েছে।
➢ Hook ব্যবহার করে Screen Overlay Detected সমস্যার সমাধান নিতে পারবেন।
➢ Ad Blocker ব্যবহার করে ফোন থেকে সব বিজ্ঞাপন দূর করতে পারবেন।
আশাকরি সবাই কমেন্টে জানাবেন, কেমন লেগেছে আপনাদের? আর একটা কথা, এই পোস্ট টি শুধু যারা জানেন না তাদের জন্য। আপনাদের পজিটিভ উত্তর পেলে ভবিষ্যতে আরো ভালো কিছু নিয়ে পোস্ট করবো।