Site icon Trickbd.com

[HOT] [ROOT] FIX PUBGM LAG & FPS DROP এবং আপনার ফোনের Performance Increase করুন

Unnamed

***আসসালামু আলাইকুম***


সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন।
দীর্ঘ ১০ মাস পর আজ আবার ফিরে আসলাম। ব্যক্তিগত কাজে নতুন কোন পোষ্ট লেখার সময় পাইনি?। আশা করি পোষ্টটি মানসম্মত হবে। তাই বেশি কথা না বলে পোষ্ট শুরু করি।
[ বি:দ্র: TrickBD তে আজ মানসম্মত পোস্টের অভাব? ]
.
আমরা কমবেশি সবাই PUBG MOBILE খেলি। আর এটা অনেক জনপ্রিয় একটি গেমস। কিন্তু কমদামী ফোনগুলোতে এটি অনেক ল্যাগ করে। সাথে FPS ড্রপ তো আছেই। বেশিরভাগ কমদামী ফোন ইউজাররা স্মুথলি খেলতে পারেন না। কিন্তু আমরা কিছু পদ্ধতি অবলম্বন করে এর ল্যাগ কিছুটা হলেও কম করতে পারি। আর আপনার ফোন অনেক স্মুথলি চলবে। এবং আপনার ফোনের Performance অনেকটা বৃদ্ধি পাবে। তো সব কথা শুনে বুঝে কাজ করবেন। আমি Step by Step বলছি,

এর সুবিধা :


Emperor Tweaks provides:
– Better RAM management
– Audio and Video Quality Tweaks
– Battery Efficiency Tweaks
– Performance Tweaks
– Steaming Tweaks
– Net Speed Tweak
– IPV4 and IPV6 Support
– 3G/4G Tweaks
– DNS Tweaks
– Gaming Tweaks
– Dalvik Virtual Machine Tweaks
– Responsiveness & Speed Tweaks
– Disable Logers
– Disable Kernel Error Checking
– System Tweaks
– Google Camera Implementation

Init.d Tweaks:
– 01Ram_Optimize
– 02Zipalign
– 03Remount_Full_Ext4
– 04Net_ Speed_Tweak
– 05Ext4_Lag_Fix
– 06System_Tweak
– 07Sqlite_Optimize
and

PUBG NO LAG MOD

NFS is a universal module that will play more boards to bring a better performance with a good battery life.
Start after boot when first process is found ( Avoid bootloop )
SeLinux Permissive By Default
Supervision of kernel parameters
Adapts memory management according to available memory.
Auto Set Governor and Schreduler
Net Stimulation for better browsing
Disabling many unnecessary kernel elements ( Zram , Zswap … )
Tune Scale animations
Various built-in DNS customs ( Guard , CloudFlare , Google )
Minimal Fix Google PLay Services
Trim various partitions ( /system /data /cache )
Several modes available to provide optimal satisfaction according to your expectations

List Of Things Supported:

# SUPPORT GOVERNORS = pixel_schedutil helix_schedutil smurfutil_flex pixutil pwrutilx darkness schedutil blu_schedutil blu_active elementalx zzmoove interactive_pro interactiveplus interactiveX interactive ondemand performance
# SUPPORT SCHEDULER = anxiety maple fiops sioplus sio zen tripndroid row bfq cfq deadline noop
# SUPPORT TCP = sociopath westwood cubic reno

Battery Saver | Balanced | Ultra Mode | Gaming Mode

.
*মোট কথা এটা আপনার ফোনের CPU Frequency এবং Governor এর Power বাড়ায় এবং Build.prop এর কিছু Tweaks এড করে আপনার ফোনের Best Performance আনলক করে। এতে করে আপনার Battery কিছুটা বেশি Drain হবে। (বেশি বললাম না)
.

আপনার যা যা প্রয়োজন :

* একটি Rooted ফোন।
* TWRP / যেকোন Custom Recovery Installed
*এবং ৩টি FILES :
1) EMPEROR TWEAKS.zip
2)
NFS INJECTOR.zip

3) 60 FPS BY BADHON
(এই ফাইলগুলো সব Internal Storage এ রাখেন। আলাদা কোন Folder এ রাখবেন না)
* আর কিছুটা সময়।
.

যেভাবে করবেন :


:::: STEP 1 :::::
১) প্রথমে আপনার ফোনের রমের ব্যাকআপ রাখুন।
২) এখন আপনার Custon Recovery (TWRP) এ যান।
৩) এখন Install এ গিয়ে NFS Injector প্রথমে ফ্লাশ করুন
৪) তারপর Emperor Tweaks ফ্লাশ করুন।
৫) এবার আপনার ফোনটি system এ রিবুট করুন।
.
::::: STEP 2 :::::
১) এবার 60fps by BADHON GAMING.zip ফাইলটিকে Extract করুন।
২) এবার UserCustom.ini ফাইলটি কপি করুন। (use es file explorer)
৩) এবার
Android/data/com.tencent.ig/files/UE4Game/ShadowTrackerExtra/ShadowTrackerExtra/Saved/Config/Android/
এ Paste করুন [/b]
.
:::: STEP 3 ::::
১) ES FILE MANAGER ওপেন করুন।
২) /data/NFS এ যান
৩) এবার mode.txt ফাইলটি ওপেন করুন।
৪) এবার 0 কেটে 2 লিখুন তারপর save করুন।
৫) ফোনটি রিবুট করুন।
.

>> আমি স্ক্রিনশট দিচ্ছি না। কারণ আপনারা এটা ভালো মতো বুঝেন। কোন প্রকার ক্ষয়ক্ষতি হলে আমি দায়ী না। সব নিজ দায়িত্বে করবেন। GFX TOOL আপনাকে শুধু Graphics, 60fps and Resolution আনলক করার এক্সেস দেয়। কিন্তু আপনার গেমের ল্যাগ ফিক্স করেনা। শুধুমাত্র আপনার সিস্টেম আপনাকে ল্যাগ ফিক্স করতে সাহায্য করবে। অনেকেই এটা জানেননা। ভাবেন, GFX Tool ব্যবহার করলেই ল্যাগ ফিক্স হয়ে যাবে! কিন্তু তা নয়?। <<
.
[b]তো আজ এ পর্যন্তই। সকল ভুলত্রুটি মাফ করবেন। পরবর্তীতে আরো ভালো কিছু নিয়ে হাজির হবো। আগামী ২ তারিখ আমার পরীক্ষা। সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।

ভালো লাগলে একটা লাইক দিন
এবং মন্তব্য করতে ভুলবেন না।


প্রয়োজনে ম্যাসেঞ্জারে আমি