আসসালামু আলাইকুম
—– আশা করি সবাই ভালো আছেন ——?
আজ দেখাবো কি মোবাইল রুট না করেই কি ভাবে রুটের মজা নিবেন
>>> রুট করলে যে কত কিছু করা যায় – তা আমার থেকে আপনারাই হয়ত বেশি জানবেন
আর হ্যা এভাবে রুট করলে ফোনের ওয়ারেন্টি ও বাদ হবে না। বা মোবাইল ব্রিক ও করবে নাহ ? বলা যায় একদম নিরাপদ উপায় ১০০০%
★ তো চলুন শুরু করা যাক ??
শর্ত Phone — Ram সর্বনিম্ন 2GB এবং Storage 4-5 GB Free থাকতে হবে
Download & Install Process Complete হলে Step গুলো ফলো করুনOPEN VMOS
Swipe করেন
ENTER VMOS
Floating Permission on করেন
On করে দেন
To authorize
4 টা Permission Allow করেন
একটু অপেক্ষা করেন। প্রসেস টা শেষ হওয়া পর্যন্ত। এখানে কোন MB Consume হবে নাহ।
দেখেন আমাদের ফোনে Second Room ইনস্টল সম্পন্ন।
এই কাস্টম রমের ভার্সন Android Lollipop 5.1.1 —
এটা সেকেন্ড রম নিজের ইচ্ছামতো ব্যাবহার করতে পারবেন। অন্য একটা ফোনের মতো। এর মধ্যে নিজস্ব প্লেস্টোর আছে — তাই যে কোন এপ ইন্সটল ও ব্যাবহার করতে পারেন
এখন আমরা রুট করবো আমাদের এই নতুন ফোন টা
সে জন্য Setting এ ঢুকেন।
Root Option এ Click করেন।
Enable Root on করেন।
Watch Now এ Click করেন। 30 second wait করেন।
Restart Now.. VMOS এপ কেটে যাবে। পুনরায় open করেন।
ব্যাস রুট এক্সেস সম্পন্ন ??
চ্যাক করার জন্য যে কোন রুট চেকার এপ দিয়ে দেখতে পারেন।
আমি দেখাচ্ছি।
— আমি আগেই একটা রুট চেকার এপ ইনস্টল করেছিলাম। ওইটায় ইম্পোর্ট করে দেখাচ্ছি।
Open File Manager — & Click Import
Selecte Root Chacker App & Click Import
And Open Root Chacker
Press Chack Option
Allow Grant Permission
আর হ্যা যখন VMOS এপ থেকে বের হবেন
তখন floating Option এ Click করবেন
তারপর Off এ Click করবেন।
Video টি দেখে আসুন
All download Link
Vmos
Vmos Unlocker
–++ ধন্যবাদ পোস্টি কষ্ট করে পরার জন্য ++—-
╔═══════════════════
Join Telegram -Latest Update
╚═══════════════════
????
Tech Help BD